Printed on Thu Jun 30 2022 8:40:05 PM

শাশুড়ি বলেন ‘দুই পাগল এক হয়েছ’

বিনোদন ডেস্ক
বিনোদন
পাগল
পাগল
সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ অ্যাকটিভ পরীমনি। নিজের নতুন নতুন ছবি আর স্ট্যাটাস দিয়ে ভক্তদের নিজের অবস্থান জানান দেন। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিয়ের পর তাদের দুজনের চলাফেরায় বেশ সুখের খবরই পাওয়া যায়। এর মধ্যে গত ১৮ মার্চ দুপুরে পরীমনি তার ফেসবুকে ‘অতঃপর একা...’ লিখে স্ট্যাটাস দিয়েছেন। কেন এই স্ট্যাটাস? কী হয়েছে?

এ বিষয়ে গণমাধ্যমকে পরীমনি বলেন, ‘আরে মানুষ একা থাকতে পারে না। এখন দুপুরের খাবারের পর এই যে আমি ঘরে একা আছি। সমস্যা কী।’

এরপর মজা করে এই নায়িকা বলেন, ‘এই ঘরে যে আমি একা, আদৌ কি আমি একা? না, আমার ভেতরে তো আরেকজন আছে। সো আমরা এখন দুজন। হা হা হা।’

পরীমনি বলেন, ‘যখন যে জায়গায় থাকি, তখন সেভাবেই জীবনকে যাপন করি এখন। যখন ঘরে থাকি তখন একেবারেই লক্ষ্মী বউয়ের মতোই থাকি। আবার যখন শুটিংয়ে তখনই শুধুই একজন অভিনয়শিল্পী। আগের মতো সব জায়গায় সব জিনিস মাথায় নিয়ে এখন আর চলতে চাই না। জীবনটাকে আর জগাখিচুড়ি করতে চাই না।’

বিয়ের পর থেকেই দারুণ সময় পার করছেন পরীমনি। ১৭ মার্চ শ্বশুর-শাশুড়ি, দেবর ও রাজের বন্ধুদের সঙ্গে নিয়ে স্টার সিনেপ্লেক্সে গিয়েছিলেন। সন্ধ্যা সাতটার শোতে তার ‘গুণিন’ ছবিটি দেখেন। পরী বলেন, ‘ছবি দেখে বের হয়ে শ্বশুর ও শাশুড়ি দুজনই আমার আর রাজের অভিনয়ের খুব প্রশংসা করেছেন। তাদের মুখ থেকে প্রশংসা শুনে আমার তো একরকম লজ্জায় লাগছিল।’

সময় সময় শ্বশুর দেখতে এলেও মাঝেমধ্যে শাশুড়ি টানা সময় থাকেন পরীদের সঙ্গে। শাশুড়িকে খুব পছন্দ পরীর। বলেন, ‘শাশুড়ি খুব ভালোবাসেন আমাকে। টেককেয়ার করেন। মাঝে মাঝে শাশুড়ি আমার আর রাজকে নিয়ে মজার মজার কথা বলেন। প্রায় সময় আমি ও রাজ দুজনই বাসায় একই রঙের শর্ট ও টি-শার্ট পরি। দুজনের কাণ্ড দেখে হাসতে হাসতে শাশুড়ি বলেন, “তোমরা দুজনই পাগল। দুই পাগল এক হয়েছ। কীভাবে দুজন এক জায়গায় আসলে, কীভাবে দুজনকে ওপরওয়ালা মিলিয়ে দিল।”’

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/70219
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ