Printed on Wed Jun 23 2021 11:44:38 PM

করোনা আক্রান্ত শাশুড়ি পুত্রবধূকে জড়িয়ে ধরে বললেন ‌‘যেন করোনা হয়’

ইন্টারন্যাশনাল ডেস্ক
বিশ্ব
শাশুড়ি
শাশুড়ি
করোনাভাইরাসের প্রাথমিক ধাক্কা সামলাতে না সামলাতে আছড়ে পড়েছে দ্বিতীয় ঢেউ। এই সময়কালে মারণ ভাইরাসের প্রকোপে ভারতজুড়ে কত মানুষ আক্রান্ত হয়েছেন। সেই সংক্রমণ যাতে বাকিদের মধ্যে ছড়িয়ে না পড়ে, সেই জন্য তাদের যেতে হয়েছে বাধ্যতামূলক আইসোলেশনে। কিন্তু তেলেঙ্গানার এক শাশুড়ি আইসোলেশনে নিজের একাকীত্ব ঘোচানোর জন্য যা করেছেন তা অভাবনীয়।

তেলেঙ্গানার সমারিপেটা গ্রামের ঘটনা। এক নারীর দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে। বাধ্যতামূলক নিভৃতবাসে থাকতে হয় তাকে। কিন্তু কিছুতেই তিনি মানতে পারছিলেন না যে, সকলে কেন এমন এড়িয়ে চলছে তাকে! তার ঘরের সামনে খাবার রেখে আসা হচ্ছি‌ল। নাতি-নাতনিদেরও দেখতে পাচ্ছিলেন না। স্বভাবতই হাঁফিয়ে উঠছিলেন। ভিতরে ভিতরে তৈরি হচ্ছিন অভিমান ও রাগ।

এরপরই একদিন তিনি গিয়ে হাজির হন পুত্রবধূর সামনে। জানতে চান, ‘‘আমি মরে গেলেও তোমরা সবাই ভাল থাকতে চাও?’’ তারপরই সটান জড়িয়ে ধরেন নিজের পুত্রবধূকে। গোটা ঘটনায় স্তম্ভিত হয়ে যান সকলে। পুত্রবধূ জানান, ‘‘আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে বলেন, আমারও যেন করোনা হয়।’’

ঘটনার অব্যবহিত পরেই করোনা পরীক্ষা করানো হয় ওই গৃহবধূর। দেখা যায় তিনি করোনা পজিটিভ। প্রায় সঙ্গে সঙ্গেই তাকে বের করে দেয়া হয় শ্বশুরবাড়ি থেকে! তিনি গিয়ে ওঠেন রজান্যা জেলার থিমাপুরে বোনের বাড়িতে। এই মুহূর্তে সেখানেই আইসোলেশনে রয়েছেন তিনি। চলছে চিকিৎসা।

কী করে নিজের আক্রান্ত হওয়ার বদলা নিতে নিজেরই পুত্রবধূকে জড়িয়ে ধরলেন শাশুড়ি, সেই নিষ্ঠুর মানসিকতার পরিচয় পেয়ে স্তম্ভিত সকলেই।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/45905
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ