Printed on Tue Jan 25 2022 5:03:12 PM

শিক্ষার্থীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র

বিশ্ব
শিক্ষার্থীদের ফেরত
শিক্ষার্থীদের ফেরত
যুক্তরাষ্ট্রে অনলাইনে ক্লাস করা বিদেশী শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে ফিরে এলো মার্কিন সরকার। ঠিক এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয়, যেসব শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নেবে তাদের শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা বাতিল করে নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অন্তত ১১ লাখ প্রবাসী শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হতো।

গত ৬ জুলাই যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) নির্দেশনায় বলা হয়েছিলো, ‘পুরোপুরি অনলাইনে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের নন-ইমিগ্রান্ট শিক্ষার্থীরা সম্পূর্ণ অনলাইন কোর্সের জন্যেও সাধারণত যুক্তরাষ্ট্রে থেকে যায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এ ধরণের অনলাইন কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এখন থেকে আর ভিসা দেবে না। এছাড়া অনলাইন কোর্সে নিবন্ধিত বর্তমান শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ত্যাগ করতে হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনভিত্তিক কোর্সে ভর্তি হলে বিকল্প ব্যবস্থা বিবেচনা করতে হবে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে অধ্যয়নরতরা এ নির্দেশ অমান্য করলে তাদের অভিবাসন আইনের মুখোমুখি হতে হবে।’

ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলোজি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করার পর সিদ্ধান্ত পরিবর্তন করে যুক্তরাষ্ট্র সরকার।

প্রসঙ্গত, প্রতি বছর একটা বড় সংখ্যায় শিক্ষার্থী বিশ্বের নানা দেশ থেকে যুক্তরাষ্ট্র  যায়। এটা বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বড় অঙ্কের রাজস্ব আয়ের উৎস।

এ সংক্রান্ত আগের প্রতিবেদন- বাংলাদেশিসহ বিশ্বের ১১ লাখ অভিবাসী শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে

ভয়েসটিভি/নিউজডেস্ক/দেলোয়ার
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/8166
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ