ফের মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের


দ্বিতীয় দফায় ১৩ ঘণ্টার আলটিমেটাম শেষে ফের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধের কারণে আটকে গেছে ভোলা, পটুয়াখালী, বরগুনা ও কুয়াকাটাগামী যান চলাচল।
২০ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
এর আগে তিন দফা দাবি বাস্তবায়নে শুক্রবার বিকেল ৫টা থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে। পরে শিক্ষকদের আশ্বাসে আজ সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে সন্ধ্যার পরে অবরোধ তুলে নেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ‘প্রশাসন অনেকটাই গা ছাড়া ভাব দেখিয়েছে, সে জন্য আমাদের মৌলিক অধিকারের জায়গা থেকে আন্দোলন করতে হচ্ছে। আর সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে, এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তবে এ ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই।’
গত মঙ্গলবার মধ্যরাতে ববি শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পরিবহন শ্রমিকরা। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়। এরপর দিন তারা সড়ক অবরোধ করে। পরে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে প্রথম দফায় অবরোধ শেষ করে। পরে গতকাল দ্বিতীয় দফায় সড়ক অবরোধ করে।
ভয়েস টিভি/এসএফ
২০ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
এর আগে তিন দফা দাবি বাস্তবায়নে শুক্রবার বিকেল ৫টা থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে। পরে শিক্ষকদের আশ্বাসে আজ সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে সন্ধ্যার পরে অবরোধ তুলে নেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ‘প্রশাসন অনেকটাই গা ছাড়া ভাব দেখিয়েছে, সে জন্য আমাদের মৌলিক অধিকারের জায়গা থেকে আন্দোলন করতে হচ্ছে। আর সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে, এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তবে এ ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই।’
গত মঙ্গলবার মধ্যরাতে ববি শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পরিবহন শ্রমিকরা। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়। এরপর দিন তারা সড়ক অবরোধ করে। পরে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে প্রথম দফায় অবরোধ শেষ করে। পরে গতকাল দ্বিতীয় দফায় সড়ক অবরোধ করে।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ