শিল্পী সমিতির সেক্রেটারি পদে স্থিতাবস্থা জারি


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে আপাতত আর কেউ ওই পদে দায়িত্ব পালন করতে পারবেন না।
আগামী ১৩ ফেব্রুয়ারি এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
৯ ফেব্রুয়ারি বুধবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিপুণ আক্তারের আপিল শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালত এ আদেশ দিয়েছেন।
এর আগে ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছে, তার বিরুদ্ধে আপিল করেন চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ। ৯ ফেব্রুয়ারি বুধবার আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর থেকে সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে এরকম আপিল-পাল্টা আপিল। এখন এই পদ নিয়ে চূড়ান্ত রায়ের অপেক্ষা।
ভয়েসটিভি/আরকে