Printed on Sat May 15 2021 8:33:27 PM

ফরিদপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

ফরিদপুর প্রতিনিধি
সারাদেশ
শিশু
শিশু
ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় আলী হামজা (২) নামে এক শিশু নিহত হয়েছে। ৪ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার বানা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আলী হামজা উপজেলার বেলবানা গ্রামের মমিনুর রহমানের ছেলে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বেলবানা গ্রামের তাজুল ইসলাম বেড়িরহাট বাজার থেকে মোটসাইকেল যোগে বানা বাজারে যাচ্ছিলেন। আলী হামজা বাড়ির সামনে পাকা সড়কে দৌড়াদৌড়ি করার সময় তাজুল ইসলামের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে শিশু আলী হামজা গুরুতর আহত হয়। আহত অবস্থায় শিশু হামজাকে উদ্ধার করে পরিবারের লোকজন আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে হামজার শারিরীক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথেই শিশুটি মারা যায়।

ওসি রেজাউল করিম আরও বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস টিভি/ এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/26572
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ