Printed on Sun Jun 26 2022 7:44:56 PM

শুটিং সেট থেকে চুরি করেছে যেসব অভিনেত্রীরা (ভিডিও)

বিনোদন ডেস্ক
বিনোদনভিডিও সংবাদ
শুটিং সেট থেকে চুরি
শুটিং সেট থেকে চুরি
শুটিং করতে করতে তারকাদের শুধু নিজের চরিত্রের সঙ্গে নয়, সেটের নানান বস্তুর সঙ্গেও প্রেম হয়ে যায়। তাই তাঁরা অনেক সময় বিনা দ্বিধায় সেট থেকে সেসব বস্তু নিজের বাড়ি নিয়ে যান। এতে পরিচালক বা প্রযোজকও বাধা দেন না।

কিছুদিন আগে বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রা ফাঁস করেছিলেন যে ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’ ছবির সেট থেকে বেশ কিছু দক্ষিণি শাড়ি ‘চুরি’ করে নিজের বাসায় তিনি নিয়ে এসেছিলেন।

এই ছবিতে তাঁকে দক্ষিণি শাড়ি আর ভারী অলংকার গায়ে দক্ষিণি কন্যা ‘মীনাক্ষী’ রূপে দেখা গেছে। শুটিং চলাকালে শাড়িগুলোর প্রেমে পড়ে গিয়েছিলেন সানিয়া।

তবে সানিয়ার আগে একাধিক বলিউড নায়িকা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। এবার দেখে নেওয়া যাক কোন বলিউড নায়িকা সেট থেকে কোনো জিনিসটা তুলে নিয়ে এসেছিলেন।

কিয়ারার এক জোড়া বুট:বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানির জীবনে এ রকমই একটি ঘটনা ঘটেছিল। ‘ফাগলি’ ছবির মাধ্যমে এই নায়িকা বলিউডে পা রেখেছিলেন।

কিয়ারা এই ছবির সেট থেকে এক জোড়া বুট নিয়ে গিয়েছিলেন। আর এই বুটজোড়া আর ফেরত দেননি এই বলিউড নায়িকা। কিয়ারা বুটজোড়া প্রথম ছবির স্মৃতি হিসেবে সযত্নে আজও আগলে রেখেছেন।

সোনাক্ষীর পোশাক:বলিউড নায়িকা সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) একবার নয়, একাধিকবার এ ধরনের কাণ্ড ঘটিয়েছেন। তিনি তাঁর সব ছবির সেট থেকে কিছু না কিছু জিনিস উঠিয়ে নিয়ে যান। সোনাক্ষী ছবির সেট থেকে পোশাক আনতে বেশি পছন্দ করেন।

ভূমির গোলাপি গাউন:ভূমি পেডনেকর (Bhumi Pednekar) তাঁর প্রথম ছবি ‘দম লাগা কে হইসা’–তে একদম অন্য ধরনের এক চরিত্রে নিজেকে মেলে ধরেছিলেন।

এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন বলিউড নায়ক আয়ুষ্মান খুরানা। ‘দম লাগা কে হইসা’

ছবিতে ভূমি এক গোলাপি রঙের গাউন পরেছিলেন। এই গাউনটির প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। আর ভূমি গাউনটির প্রেমে এতটাই পড়েছিলেন যে সেটাকে নিজের বাড়ি নিয়ে গিয়েছিলেন।

তামান্নার লকেট:প্রভাসের ‘বাহুবলী’ ছবিতে অভিনেত্রী তামান্না ভাটিয়াকে (Tamannaah) দেখা গেছে। এই ছবির সেটের একটা জিনিসের সঙ্গে তামান্নার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল।

আর সেই জিনিসটা হলো, একটা লকেট। তামান্না ‘বাহুবলী’ ছবিতে একটা লকেট পরেছিলেন। এই সুন্দর লকেটটাই পরে তিনি তাঁর বাসাতে নিয়ে এসেছিলেন।

তামান্না বলেন, তিনি তাঁর অভিনীত প্রতিটা ছবির চরিত্রের প্রেমে পড়ে যান।

নুসরাতের লাল বালিশ:বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা (Nushrratt Bharuccha) এ রকমই একটি ঘটনা তাঁর ক্যারিয়ারের শুরুর দিকে ঘটিয়েছিলেন।

এই বলিউড অভিনেত্রী ‘প্যায়ার কা পঞ্চনামা’ ছবির সেট থেকে লাল রঙের একটা বালিশ নিয়ে গিয়েছিলেন। এই বালিশটা হার্ট শেপের ছিল। লাল রঙা বালিশটি সব সময় নুসরাতের সঙ্গে থাকে।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/67443
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ