Printed on Sat May 15 2021 8:35:28 PM

শেরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

শেরপুর প্রতিনিধি
সারাদেশ
শেরপুর
শেরপুর
ড্রিমল্যান্ড সার্ভিসের বাস ময়মনসিংহে আটকে দেয়ার প্রতিবাদে শেরপুর থেকে ঢাকাগামী সব বাস বন্ধ করে দিয়েছে শ্রমিক ও মালিকরা। ৩ জানুয়ারি রোববার সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, শহরের নবীনগর অস্থায়ী বাস টার্মিনাল থেকে ঢাকা-শেরপুর রুটে ড্রিমল্যান্ড নামে একটি বাস সার্ভিস চালু ছিল। মাঝখানে কিছুদিন বন্ধ থাকার পর বাস মালিকরা এ সার্ভিসটিকে আরও উন্নত করে নতুনভাবে চালু করে। কিন্তু শেরপুর থেকে ঢাকা যাবার পথে ময়মনসিংহে ড্রিমল্যান্ড সার্ভিসের বাসগুলোকে আটকে দেয়া হয়। এর প্রতিবাদে শেরপুর থেকে ঢাকাগামী সব ধরণের বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক ও শ্রমিকরা।

এদিকে কোন আগাম ঘোষণা ছাড়াই বাস বন্ধ থাকায় বিপাকে পড়েন ঢাকাগামী যাত্রীরা। জরুরি প্রয়োজন থাকা সত্ত্বেও বাস টার্মিনাল থেকে বাড়ি ফিরে যাচ্ছেন তারা।

শ্রমিক নেতা মোস্তফা মস্তু জানান, আমরা ময়মনসিংগের মালিক সমিতির সঙ্গে কথা বলেই বাস সার্ভিসটি পুনরায় চালু করেছি। কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। যদি তাই হয়, তাহলে আমরাও ময়মনসিংহের গাড়িগুলো বন্ধ করে দিব।

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/30724
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ