শেষ দশকের বিশেষ দোয়া


উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নাকা আফুউ-উন, তুহিব্বুল আফওয়া, ফা‘ফু আন্নি।
অর্থ : হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও।
উপকার : আয়েশা (রা.) বলেন, হে আল্লাহর রাসুল! আমি যদি কদরের রাত পেয়ে যাই, তবে কী দোয়া পড়ব? তিনি তাঁকে এই দোয়া শিক্ষা দেন। (ইবনে মাজাহ, হাদিস : ৩৮৫০)
অর্থ : হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও।
উপকার : আয়েশা (রা.) বলেন, হে আল্লাহর রাসুল! আমি যদি কদরের রাত পেয়ে যাই, তবে কী দোয়া পড়ব? তিনি তাঁকে এই দোয়া শিক্ষা দেন। (ইবনে মাজাহ, হাদিস : ৩৮৫০)
সর্বশেষ সংবাদ