Printed on Fri May 14 2021 4:46:01 PM

দেয়াল ধ্বসে শ্বশুর-পুত্রবধূ নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
সারাদেশ
শ্বশুর
শ্বশুর
ময়মনসিংহের নান্দাইলে বাড়িতে সদ্য নির্মিত পানির হাউজের দেয়াল ধ্বসে শ্বশুর ও পুত্রবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই শিশু।

২৩ এপ্রিল শুক্রবার দুপুরে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের মধ্যবাশঁহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আব্দুর রহমান (৭০) ও তার ছেলে মামুনের স্ত্রী সাওদা আক্তার (২০)। এ ছাড়াও রাব্বী (১২) ও রুহান (৮) নামের দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, সপ্তাহ খানেক আগে বাড়ির উঠানের এক পাশে আরসিসি পিলার ছাড়াই ৬ ফুট উঁচু ইট-সিমেন্ট দিয়ে নতুন পানির হাউজ তৈরি করেন। দুপুরে পরিবারের লোকজন হাউজের পাশে কাজ করছিল। পানির হাউজে অতিরিক্ত পানির চাপে এ সময় হঠাৎ করে চারদিক থেকে পানির হাউজ ধসে পড়ে। এতে পুত্রবধূ সাওদা আক্তার ঘটনাস্থলেই নিহত হয়। আহত অপর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে আহত শিশু সন্তার রাব্বী ও রুহানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/42644
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ