নাটোরে কলেজছাত্রীকে শ্বাসরোধে হত্যা, বাবা আটক


নাটোরের সিংড়ায় নুসরাত জাহান তৃপ্তি (২১) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৫ মে বুধবার দুপুরে উপজেলার ছোট চৌগ্রাম এলাকার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তৃপ্তি একই এলাকার আওলাদ হোসেনের মেয়ে এবং সিংড়া গোল-ই- আফরোজ কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী। তবে নিহতের গলায় শ্বাসরোধের চিহ্ন দেখে প্রাথমিকভাবে তৃপ্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বাবাকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে নিজ বাড়ির শয়নকক্ষে নিহত তৃপ্তির মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে নিহতকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর এ আলম সিদ্দিক জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিহতের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আরো তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।
ভয়েস টিভি/এসএফ
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে নিজ বাড়ির শয়নকক্ষে নিহত তৃপ্তির মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে নিহতকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর এ আলম সিদ্দিক জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিহতের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আরো তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ