ব্রাহ্মণবাড়িয়া পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৪


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত হয়েছেন চারজন। বুধবার ২ মার্চ সকাল পৌনে ৭টায় ঢাক-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুরায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের দুদু মিয়া (৬২), মোর্শেদা বেগম (৫০), হোসনে আরা বেগম (৫০) ও ফরিদ মিয়া (৪৮)। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল পৌনে ৭টায় ঢাকাগামী আরএফএল কোম্পানির একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোর্শেদা বেগম ও দুদু মিয়া নামে দু’জন যাত্রীকে ব্রাহ্মণবাড়িযা জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তারা মারা যান।
পুলিশ ও স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
ভয়েসটিভি/এমএম
নিহতরা হলেন, বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের দুদু মিয়া (৬২), মোর্শেদা বেগম (৫০), হোসনে আরা বেগম (৫০) ও ফরিদ মিয়া (৪৮)। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল পৌনে ৭টায় ঢাকাগামী আরএফএল কোম্পানির একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোর্শেদা বেগম ও দুদু মিয়া নামে দু’জন যাত্রীকে ব্রাহ্মণবাড়িযা জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তারা মারা যান।
পুলিশ ও স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
ভয়েসটিভি/এমএম
সর্বশেষ সংবাদ