Printed on Sat Apr 01 2023 10:33:28 AM

দক্ষিণাঞ্চলের প্রথম নারী জজকে সংবর্ধনা

বরগুনা প্রতিনিধি
সারাদেশ
সংবর্ধনা
সংবর্ধনা
বরগুনায় নারী জাগরণের অগ্রপথিক, পটুয়াখালীর জেলা ও দায়রা জজ রোখসানা বেনজুকে গুনীজন সংবর্ধনা দিয়েছে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। সম্মিলিত সামাজিক আন্দোলন বরগুনা জেলা শাখার উদ্যোগে ১৬ জানুয়ারি শনিবার সন্ধ্যায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সম্মিলিত সামাজিক আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল রহমান নান্টু, সরকারি কলেজের অধ্যক্ষ প্রতাপ চন্দ্র বিশ্বাস, বরগুনা পৌরসভার সাবেক মেয়র অ্যাড. মো. শাহজাহান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, জেলা সেক্টর কমান্ডার্স ফোরামে সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, অভিনেতা মীর সাব্বির, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মনিরুজ্জামান মনির প্রমুখ।

রোকসানা বেনজু বরগুনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি ও বরগুনা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্বদ্যিালয়ে আইন বিষয়ে লেখাপড়া করেন। নবম বিজেএস-এ উত্তীর্ণ হয়ে সহকারী জজ হিসেবে চাকরিতে যোগদান করেন তিনি।

চাকরি জীবনে দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে ২০১৪ সালে শরিয়তপুর জেলার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর বন্দর নগরী চট্টগ্রামের প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জেলা জজের দায়িত্বপালন করেন।

এরপরে খাগড়াছড়ি জেলার প্রথম নারী জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্বপালন করেন তিনি। বর্তমানে পটুয়াখালী জেলার প্রথম নারী জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন রোখসানা বেনজু।

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/32267
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ