Printed on Sat Jul 02 2022 5:45:17 PM

সকালে মালায়লাম, সন্ধ্যায় বাঙালি সাজে বিয়ে ‘নাগিন’ মৌনির

অনলাইন ডেস্ক
বিনোদন
মালায়লাম
মালায়লাম
বলিউডের এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায় বিয়ে করেছেন। ২৭ জানুয়ারি বৃহস্পতিবার সকালে গোয়ার একটি রিসোর্টে জমকালো আয়োজনে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। পাত্রের নাম সুরজ নাম্বিয়ার। দীর্ঘদিন প্রেমের পর সম্পর্কের পরিণতি দিলেন এই বাঙালি কন্যা।

২৬ জানুয়ারি বুধবার ধুমধাম করে মৌনির গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ গোয়ার পাঁচতারা হোটেল হিলটনে তাদের বিয়ের আসর বসেছে। সুরজ বেঙ্গালুরুর জৈন পরিবারের ছেলে। এই হবু দম্পতি চেয়েছিলেন দুই পরিবারের রীতি মেনে বিয়ে করতে। মৌনি আর সুরজ আজ সকালে মালায়লাম রীতি মেনে বিয়ে করেছেন। আজই সন্ধ্যায় আবার বাঙালি রীতি মেনে তাঁরা মালাবদলের মাধ্যমে চিরবন্ধনে আবদ্ধ হবেন।

গতকাল মৌনির গায়েহলুদের অনুষ্ঠানে পরিবারের সদস্য ছাড়াও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব হাজির ছিলেন। মৌনির ঘনিষ্ঠ বান্ধবী বলিউড অভিনেত্রী মন্দিরা বেদি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মৌনি ও সুরজের সঙ্গে মন্দিরা গায়েহলুদের কিছু বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মন আর সুরজ, তোমাদের পথচলা শুরু। তোমাদের দুজনকে ভালোবাসি; তোমাদের জানার থেকেও বেশি।’ মৌনির ‘নাগিন’ ধারাবাহিকের সহশিল্পী অর্জুন বিজলানি এই আসরে হাজির ছিলেন। মৌনির গায়েহলুদ অনুষ্ঠানের ছবি নেট দুনিয়ায় পোস্ট করেছেন অর্জুন। এই ছবিতে দেখা যাচ্ছে তিনি মৌনির গায়ে হলুদের প্রলেপ দিচ্ছেন। মৌনি-সুরজের বিয়ের আসরে ইতিমধ্যে ওমকার কাপুর, আশকা গোরাডিয়া, প্রজ্ঞা কাপুর, ভানিসা ওয়ালিয়া, নিধি কুন্দ্রাসহ বিনোদন জগতের অনেকে পৌঁছে গেছেন।

জানা যায়, বছর তিনেক ধরে প্রেম করেছেন সুরজ ও মৌনি রায়। গত বছর থেকেই শোনা গিয়েছিল, নতুন বছরের শুরুতেই গাঁটছড়া বাঁধবেন এ যুগল। সেই গুঞ্জনকে পূর্ণতা দিয়ে মালা বদল করলেন তারা।

২০০৭ সালে টেভি সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেন মৌনি রায়। তুমুল জনপ্রিয় সিরিয়াল ‘নাগিন’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। এর মাধ্যমে তিনি টিভি জগতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হয়ে ওঠেন।

বলিউডের সিনেমায় মৌনির অভিষেক ঘটে ২০১৮ সালের ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে। এতে অভিনয় করে সেরা নবাগতা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/64750
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ