Printed on Thu Sep 23 2021 12:56:47 PM

সত্যজিৎ রায়ের ‌ঘরে বাইরে সিনেমার ‘বিমলা’ আর নেই

বিনোদন ডেস্ক
বিনোদন
সত্যজিৎ
সত্যজিৎ
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত আর নেই। ১৬ জুন বুধবার কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ চলচ্চিত্রে বিমলা চরিত্রে অভিনয় করে সেসময় স্বাতীলেখা সেনগুপ্ত ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন না বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সেই ১৯৮৪ সাল। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক পর্দায় সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’তে দেখা গিয়েছিল তাকে। এর পর বহু বছর বাংলা ছবির দর্শক তাকে পর্দায় দেখতে পাননি। কিন্তু অন্য দিকে মঞ্চ দাপিয়ে বেড়িয়েছেন অভিনেত্রী। নান্দীকার নাট্য দলের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। পরবর্তীকালে প্রযোজক-পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‌‘বেলাশেষে’ ছবিতে ফের সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যায় তাকে।

দীর্ঘ ৩১ বছর পরে সৌমিত্রর সঙ্গেই পর্দায় ফিরলেন তিনি। প্রযোজক-পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে বড় পর্দায় দেখা যায় তাকে। ‘বেলা শেষে’তে সৌমিত্র-স্বাতীলেখার রসায়ন দেখে আপ্লুত দর্শকদের জন্য ফের ‘বেলাশুরু’তে অভিনয় করেন তারা। কিন্তু ছবি মু্ক্তি পাওয়ার আগেই চলে গেলেন নায়ক-নায়িকা। গত বছর নভেম্বর মাসে মৃত্যু হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বুধবার চলে গেলেন স্বাতীলেখাও।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/46950
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ