Printed on Thu Jun 30 2022 8:39:27 PM

সন্তানসম হৃতিকের ঠোটে চুম্বন করে বিতর্কে জড়িয়েছিলেন রেখা

বিনোদন ডেস্ক
বিনোদন
ঠোটে
ঠোটে
দেখা হলেই আলিঙ্গন, দু’হাতে গাল ধরে কপালে চুম্বন, স্থান-কাল নির্বিশেষে ইন্ডাস্ট্রির ‘হাঁটুর বয়সি’দের সঙ্গে এ ভাবেই মিলেমিশে যেতে পারেন তিনি। কিন্তু জানেন কি, এই নিঃশর্ত আন্তরিকতাই বিতর্কের মুখে ঠেলে দিয়েছিল রেখাকে? এতে সন্তানসম অভিনেতার সঙ্গে নাম জড়িয়ে যায় তার।

আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। এক অনুষ্ঠানে রেখার সঙ্গে দেখা হয়ে যায় হৃতিক রোশনের। শ্যুটিং ফ্লোরের বাইরে এই আকস্মিক সাক্ষাৎকারে আপ্লুত ছিলেন দু’জনেই। স্বভাবতই পরম স্নেহে হৃতিককে চুম্বন করতে এগিয়ে আসেন রেখা। আর তখনই ঘটে বিপাক। হৃতিককে আলিঙ্গনের পর ভুলবশত তার কপালের পরিবর্তে ঠোঁটের সামান্য উপরে চুম্বন করেন অভিনেত্রী। দু’জনের সেই মুহূর্তকে লেন্সবন্দি হতেই শুরু যাবতীয় বিতর্ক। প্রবল কটাক্ষ-নিন্দার মুখে পড়েন রেখা। ‘ছেলের বয়সি’ নায়কের সঙ্গে ‘বেমানান’ আচরণ নিয়ে একপ্রকার তুলোধোনা করা হয় তাকে।

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোই মিল গয়া’ ছবিতে হৃতিকের মায়ের ভূমিকায় অভিনয় করেন রেখা। এর পর ‘কৃশ’ ছবিতে রাকেশ-পুত্রের ঠাকুরমার চরিত্রে দেখা যায় তাকে। ফলে পর্দার বাইরে দুই অভিনেতার এই ঘনিষ্ঠতা ‘দৃষ্টিকটূ’ বলে মনে হয়েছে দর্শকদের একাংশের।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/68534
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ