নানা আয়োজনে কুবিতে সরস্বতী পূজা উদযাপন


নানা আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পূজা উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে প্রতিমা স্থাপন, দেবী অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুষ্পাঞ্জলি শেষে মুক্ত মঞ্চে পূজা উদযাপন পরিষদের সভাপতি মোহন চক্রবতির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শ্রী শ্যামা প্রসাদ ভট্টাচার্য্য।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামীমুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সরস্বতী পূজার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। বিদ্যাদেবী সরস্বতীর কল্যাণে সমাজে শিক্ষা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটবে বলে তারা আশাবাদ প্রকাশ করেন।
ভয়েস টিভি/এমএইচ
পুষ্পাঞ্জলি শেষে মুক্ত মঞ্চে পূজা উদযাপন পরিষদের সভাপতি মোহন চক্রবতির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শ্রী শ্যামা প্রসাদ ভট্টাচার্য্য।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামীমুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সরস্বতী পূজার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। বিদ্যাদেবী সরস্বতীর কল্যাণে সমাজে শিক্ষা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটবে বলে তারা আশাবাদ প্রকাশ করেন।
ভয়েস টিভি/এমএইচ
সর্বশেষ সংবাদ