Printed on Sat Jun 19 2021 3:44:52 AM

সশরীরে পরীক্ষা নেবে কুবি

কুবি প্রতিনিধি
শিক্ষাঙ্গন
সশরীরে
সশরীরে
স্বাস্থ্যবিধি মেনে ১৩ জুন থেকে সশরীরে চূড়ান্ত পরীক্ষা নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। ৩ জুন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের এ তথ্য নিশ্চিত করেন।

রেজিস্ট্রার আবু তাহের বলেন, ‘১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা হবে। যে পরীক্ষাগুলোর রুটিন করা ছিলো সেগুলো অগ্রাধিকার পাবে। মিডটার্ম, ফাইনাল পরীক্ষাগুলো সশরীরে নেয়া হবে। আর ক্লাসটেস্ট, অ্যাসাইনমেন্ট, ভাইবা এসব শিক্ষকরা চাইলে অনলাইনে নিতে পারবে।’

দেশে করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। পরে ২০ ডিসেম্বর থেকে চূড়ান্ত পরীক্ষা নেয়া শুরু হলেও ২৩ ফেব্রুয়ারি সব পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/45908
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ