Printed on Fri Aug 06 2021 4:30:51 AM

সাত দিনের লকডাউন নড়াইল

নড়াইল প্রতিনিধি
সারাদেশ
সাত দিনের
সাত দিনের
করোনাভাইরাস পরিস্থিতি অবনতি হওয়ায় নড়াইলে সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। ১২ জুন শনিবার এ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

আজ শনিবার থেকেই এ লকডাউন কার্যকর হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। নড়াইল, লোহাগড়া ও কালিয়া পৌরসভা এলাকায় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৭ দিন এ লকডাউন চলবে।

এছাড়া সদর উপজেলার কলোড়া, শিংগাশোলপুর ও বিছালি ইউনিয়ন এবং লোহাগড়া উপজেলার শাল নগর ইউনিয়নে কঠোর লকডাউন চলবে।

স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সদস্য এবং বিট পুলিশিংএ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসময় দায়িত্ব পালন করবেন।

এছাড়া লোহাগড়া উপজেলা প্রশাসন ও কালিয়া উপজেলা প্রশাসন করোনার সংক্রমণ বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানানো হয়েছে।

করোনা প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে শতভাগ মাস্ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ পুলিশের পক্ষ থেকেও কঠোর অবস্থান নেবে বলে জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় নড়াইলে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩৬ জন, লোহাগড়া উপজেলায় ১২ ও কালিয়া উপজেলায় ৩ জন।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/46596
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ