বউ ও প্রেমিকাদের সাবধানে রাখার পরামর্শ নাসিরের সাবেক প্রেমিকার


বাংলাদেশের ক্রিকেটে ‘ব্যাড বয়’ খ্যাত নাসির হোসেন ও তামিমা তাম্মির বিয়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। রাকিব নামে এক ব্যক্তি তাম্মিকে নিজের স্ত্রী দাবির পরেই এই বিতর্ক উঠেছে। নাসিরের সঙ্গে বিয়ের আগে তাম্মি রাকিবকে ডিভোর্স দেননি বলেও তার অভিযোগ। এসব অভিযোগে রাকিব থানায় জিনিও করেছেন।
এদিকে এবার এ ঘটনায় জড়ানোর প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা সুবাহ শাহ হুমায়রা। তিনি নিজেকে নাসিরের সাবেক প্রেমিকা দাবি করে ফেসবুক লাইভে এসেছেন। তাকে বিরক্ত করার প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, এসব না করে সবাই সবার বউ ও প্রেমিকাদের যেন সাবধানে রাখেন। নইলে হয়তো নাসিরের মতো কেউ ভাগিয়ে নিয়ে যাবে।
সুবাহ লাইভে বলেন, ‘অতিষ্ঠ হয়ে গেছি। তাই লাইভে না এসে পারলাম না। প্রতিটি মানুষের জীবনে প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ থাকতে পারে। নাসিরের সঙ্গে আমার অতীত তো ২০১৮ সালেই শেষ। কেন আপনারা নাসির আর তার স্ত্রীর বিয়ের মধ্যে জড়াচ্ছেন। কেন তাদের ছবি আমাকে পাঠাচ্ছেন। দয়া করে অতীতকে নিয়ে টানাটানি করবেন না। আমার জীবনকে অতিষ্ঠ করবেন না।’
‘নাসিরের সঙ্গে ব্রেকআপের পর আমি সিনেমা, মডেলিং ও পরিবার নিয়ে ভালো আছি। আমার কাজ নিয়ে নেটিজেনরা আলোচনা করুক। নাসির বিয়ে করেছেন, এটা স্বাভাবিক ঘটনা। আমি আমার নতুন বয়ফ্রেন্ড নিয়ে ভালো আছি। আমাকে আমার মতো থাকতে দিন। কেন আপনারা আবার আমার পেছনে লেগেছেন। আপনারা নিজের চরকায় তেল দেন। আপনাদের বউ, প্রেমিকা কী করে, সেগুলোর খবর রাখেন। তাদের সাবধানে রাখেন যেন ভেগে না যায়’- লাইভে যোগ করেন সুবাহ।
তিনি উত্তেজিত হয়ে নেটিজেনদের সাবধান করে বলেন, ‘মানসিকতা পরিবর্তন করুন। নইলে যারা মন্তব্য করছেন, তাদের সবার নামে সাইবার ক্রাইমে অভিযোগ করব।’
ভয়েস টিভি/এসএফ
এদিকে এবার এ ঘটনায় জড়ানোর প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা সুবাহ শাহ হুমায়রা। তিনি নিজেকে নাসিরের সাবেক প্রেমিকা দাবি করে ফেসবুক লাইভে এসেছেন। তাকে বিরক্ত করার প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, এসব না করে সবাই সবার বউ ও প্রেমিকাদের যেন সাবধানে রাখেন। নইলে হয়তো নাসিরের মতো কেউ ভাগিয়ে নিয়ে যাবে।
সুবাহ লাইভে বলেন, ‘অতিষ্ঠ হয়ে গেছি। তাই লাইভে না এসে পারলাম না। প্রতিটি মানুষের জীবনে প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ থাকতে পারে। নাসিরের সঙ্গে আমার অতীত তো ২০১৮ সালেই শেষ। কেন আপনারা নাসির আর তার স্ত্রীর বিয়ের মধ্যে জড়াচ্ছেন। কেন তাদের ছবি আমাকে পাঠাচ্ছেন। দয়া করে অতীতকে নিয়ে টানাটানি করবেন না। আমার জীবনকে অতিষ্ঠ করবেন না।’
‘নাসিরের সঙ্গে ব্রেকআপের পর আমি সিনেমা, মডেলিং ও পরিবার নিয়ে ভালো আছি। আমার কাজ নিয়ে নেটিজেনরা আলোচনা করুক। নাসির বিয়ে করেছেন, এটা স্বাভাবিক ঘটনা। আমি আমার নতুন বয়ফ্রেন্ড নিয়ে ভালো আছি। আমাকে আমার মতো থাকতে দিন। কেন আপনারা আবার আমার পেছনে লেগেছেন। আপনারা নিজের চরকায় তেল দেন। আপনাদের বউ, প্রেমিকা কী করে, সেগুলোর খবর রাখেন। তাদের সাবধানে রাখেন যেন ভেগে না যায়’- লাইভে যোগ করেন সুবাহ।
তিনি উত্তেজিত হয়ে নেটিজেনদের সাবধান করে বলেন, ‘মানসিকতা পরিবর্তন করুন। নইলে যারা মন্তব্য করছেন, তাদের সবার নামে সাইবার ক্রাইমে অভিযোগ করব।’
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ