Printed on Fri Aug 06 2021 3:29:57 AM

ফের প্রেমে মজেছেন সাইফকন্যা সারা

বিনোদন ডেস্ক
বিনোদন
সারা
সারা
ফের প্রেমে পড়েছেন সারা আলি খান। প্রেমে পড়েই সোশ্যাল মিডিয়ায় ঢাক পিটিয়ে স্পেশাল বন্ধুর ছবি দিয়েছেন সারা। ছবির ক্যাপশনে লিখলেন, নতুন প্রেমের গল্প!

সারার ইনস্টাগ্রামে আপলোড করা ছবিতে দেখা যায়, এক পুরুষ বন্ধুকে জড়িয়ে সমুদ্র সৈকতে ভেজা শরীরে দাঁড়িয়ে আছেন তিনি। পরনে কমলা রঙের লম্বা ঝুলের জামা ও হট প্যান্ট। সেই ছবি শেয়ার করেই সারা লিখলেন, লাভ ইউ! সঙ্গে পুরনো দিনকে ফিরে পেতে চাওয়ার ইচ্ছেও প্রকাশ করলেন সইফকন্যা!

কে এই পুরুষ, সারা ইনস্টাগ্রামে এই নিয়ে স্পষ্ট করেননি। বরং আকার-ইঙ্গিতে প্রেমের কথাই বলেছেন।

জানা গেছে, সারার এই নতুন সঙ্গীর নাম জিহান হান্ডা। এই জিহান ছিলেন কেদারনাথ ছবির সহকারি পরিচালক। এর সঙ্গে আগেও ছবি পোস্ট করেছিলেন সারা। সেখানেই বন্ধুকে মিস করার কথা বার বার লিখেছিলেন তিনি। সারার এই রহস্যে ঘেরা সঙ্গী নিয়ে তোলপাড় এখন সোশ্যাল মিডিয়া। অনেকেই প্রশ্ন তুলছেন, কার্তিক আরিয়ানের সঙ্গে কি সম্পর্ক শেষ?

সারাকরণ জোহরের টক শো ‘কফি উইথ করণে’ এসে সারা স্পষ্টই জানিয়ে ছিলেন কার্তিক আরিয়ানের প্রতি অল্প স্বল্প প্রেমের কথা। এরপরই বলিপাড়ায় শোনা যায় সারা-কার্তিক জমিয়ে নাকি প্রেম করছেন।

সেই প্রেমকে সঙ্গে নিয়ে ইমতিয়াজ আলি ঝটপট ‘লাভ আজকাল’ বানিয়ে ফেলেন। তবে সেই কার্তিক এখন আর সারার বর্তমান প্রেম নয়, সব ভুলে নাকি এই নতুন সঙ্গীকেই মন দিয়ে ফেলেছেন সারা। অন্যদিকে ‘কেদারনাথ’ ছবির শুটিংয়ের সময় নাকি সুশান্তের প্রেমেও হাবুডুবু খেয়েছিলেন সারা। তবে সে সব এখন অতীত। সারার মন জুড়ে রয়েছেন শুধু এই নতুন বন্ধুই!

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/47888
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ