Printed on Mon Oct 25 2021 6:22:08 AM

সালমান খানকে ব্যঙ্গ করে ভিডিও গেম!

বিনোদন ডেস্ক
বিনোদন
ভিডিও
ভিডিও
বেশ কয়েক মাস ধরেই বাজারে এসেছে নতুন এক অনলাইন ভিডিও গেম, যার নাম ‘সেলমন ভাই’! আর এই ভিডিও গেমের খবর পেতেই রেগে আগুন সালমান খান। দ্বারস্থ হলেন আদালতেরও!

অভিনেতার অভিযোগ এই ভিডিও গেম একেবারেই তাকে নিয়ে বানানো হয়েছে। এমনকী, সালমানকে ব্যঙ্গ করে নাকি ভিডিও গেমে ব্যবহার হয়েছে ছবি। শুধু তাই নয়, অভিনেতার অভিযোগ ‘সালমান ভাই’ নামকে ব্যঙ্গ করেই এই গেমের নামকরণ!

সালমানের হিট অ্যান্ড রান মামলার অনুকরণ করেই নাকি তৈরি করা হয়েছে এই গেম। আর তা দেখেই একেবারে রুদ্রমূর্তি ধরলেন সালমান। অভিনেতার আইনজীবী জানিয়েছেন, সালমানের কাছ থেকে এই গেম তৈরির সময় কোনওরকম অনুমতি নেয়া হয়নি। অন্যদিকে, এই গেম তৈরির সংস্থার তরফ থেকে সালমানের এই অভিযোগের বিরুদ্ধে হলফনামা জমা দিয়েছেন। এই মামলার শুনানি হবে আগামী ২০ সেপ্টেম্বর।

সালমান আপাতত ব্যস্ত রয়েছেন ‘টাইগার থ্রি’ ছবির শুটিংয়ে। মুম্বাইয়ে শুটিং শেষ করে আগস্ট মাসের শুরু থেকেই তুরস্কে চলেছে ‘টাইগার থ্রি’র শুটিং। বলিউড ব্লকবাস্টার এই ছবিতেও সালমান খান ও ক্যাটরিনা কাইফের রসায়ন ফের দেখতে পাবেন দর্শক। ‘টাইগার থ্রি’-তে সলমনের মুখোমুখি এবার ইমরান হাসমি। বলিউডের ‘সিরিয়াল কিসার’ তকমা পাওয়া সেই ইমরান হাসমিকেই দীর্ঘ সময়ের পর এবার দেখা যাবে সম্পূর্ণ অন্য অবতারে।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/53346
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ