Printed on Wed Nov 25 2020 11:02:24 AM

আমাদের কাছে যুক্তরাষ্ট্রের শেখার আছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
সিইসি
সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ৪ থেকে ৫ দিনে ভোট গুনতে পারে না। আমরা ৪ থেকে ৫ মিনিটে গুনে ফেলি। যুক্তরাষ্ট্রের আমাদের কাছে শেখার আছে। আবার যুক্তরাষ্ট্রের ভালো দিকগুলো থেকে আমাদেরও শেখার আছে।’

১২ নভেম্বর বৃহস্পতিবার জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সিইসি।

আজ ঢাকা-১৮ সংসদীয় আসনের পাশাপাশি সিরাজগঞ্জ-১ আসনেও উপনির্বাচন হচ্ছে। উভয় আসনে ইভিএমে ভোট নেয়া হচ্ছে।

গত মঙ্গলবার সরকার ও নির্বাচন কমিশনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে শিক্ষা নিতে বলেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা উল্লেখ করে সেদিন এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম ওই কথা বলেছিলেন। আজ প্রধান নির্বাচন কমিশনার দাবি করলেন, তাদের কাছে যুক্তরাষ্ট্রের শেখার আছে।

নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে সিইসি বলেন, নির্বাচন ব্যবস্থাপনা ঠিকঠাক আছে। কোথাও কোনো অনিয়ম হয়নি।

ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ জানেন না বলে উল্লেখ করে সিইসি নূরুল হুদা বলেন, ভোটার কম হওয়ার অনেক সমীকরণ থাকতে পারে। বিশেষজ্ঞরা এটা বিশ্লেষণ করে বলতে পারবেন।

আরও পড়ুন: জনগণের ভোটে আমি নির্বাচিত হব, বিএনপির অভিযোগ বানোয়াট

আরও পড়ুন: এজেন্টদের মারধর করে বের করে দেয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/22931
© স্বত্ব ভয়েস টিভি 2020 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ