Printed on Sat May 15 2021 7:41:04 PM

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
সারাদেশ
সিএনজি
সিএনজি
ময়ময়সিংহের তারাকান্দা উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ তিনজন নিহত হয়েছে।

২৮ এপ্রিল বুধবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কে তারাকান্দা উপজেলার খিচায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উত্তর উজির কোনা গ্রামের অটোরিকশার চালক শহীদুল ইসলাম শহীদ (৩৩), রামনগর গ্রামের খলিল মিয়া (৩২) এবং আলমপুর গ্রামে মাসুম (২৮)।

তারাকান্দার থানার ওসি আবুল খায়ের বলেন, নেত্রকোনাগামী ট্রাক ময়ময়সিংহগামী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সিএনজির চালক নিহত হয়। গুরুতর আহত অবস্থায় দুই যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তদেরও মৃত্যু হয়।

ওসি বলেন, ট্রাক আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/43087
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ