Printed on Tue Jun 06 2023 10:20:47 AM

নিজেকে ভালোবেসে সুখ খুঁজছেন পরীমণি

বিনোদন ডেস্ক
বিনোদন
সুখ
সুখ
ক্লাব-কাণ্ডে বেশ কয়েকদিন থেকেই ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি বেশ আলোচিত। এর মধ্যেই তার সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন সিনিয়র অভিনেত্রী অরুণা বিশ্বাস। অবশ্য পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে তার গাড়ি-বাড়ি অর্জনের একটি বিবরণও দিয়েছেন। এদিকে তার করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়ে মুক্তির অপেক্ষায় ব্যবসায়ী নাসির ইউ মামুদ।

গডফাদার

৩ জুলাই শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পরীমণি তার ফেসবুক পেজে একটি স্টাটাস দিয়েছেন। সেখোনে ফরাসি সাহিত্যিক ভিক্টর হুগোর একটি বিখ্যাত উক্তির সঙ্গে চারটি নিজের ছবি জুড়ে দিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে একটি সাদা ঘোড়াকে চুম্বন করছেন পরী। আর তার ক্যাপশনে হুগোর উক্তি ‘নিজেকে ভালোবাসার মধ্যেই জীবনের সবচেয়ে বড় সুখ’।

পরীমনি

এর আগে গত ৩০ জুন এক পোস্টে নিজের বাড়ি-গাড়ির বিষয়টি পরিস্কার করেন তিনি।

পোস্টে পরী লেখেন, ‘বড় বড় সম্মানিত শিল্পীরাও পিছে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙ্গুল তুলতে ছাড়লেন না আজকাল! চাইলে আমার কাছেই জেনে নিতে পারতেন।’



পরী বলেন, ‘আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটির ব্যাংক লোন চলছে। এবং আমি একটি ভাড়া ফ্লাটে থাকি। আমি আমার আয়ের হিসাব সরকারের কাছে অবশ্যই প্রদান করি। আমি নিয়মিত একজন করদাতা। আমার ১০ কোটি টাকার বাড়ি বা ৫/৪/৩ কোটি টাকার গাড়িও নেই। আপনারা দোয়া করবেন, আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চাশা পূরণ করবো ইনশাআল্লাহ।’

গত ১৩ জুন নিজের ফেসবুক পেজে নিজেকে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেন পরীমণি। বিচার চেয়ে আবেদন করেন প্রধানমন্ত্রী বরাবর।

পরী

পরের দিন ১৪ জুন সাভার থানায় নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে ঢাকা বোট ক্লাবের এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমণি। যাদের উত্তরা থেকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/48038
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ