Printed on Mon May 17 2021 8:13:21 PM

কুড়িগ্রামে ছাত্র পিটিয়ে বহিষ্কার হওয়া সেই শিক্ষক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
সারাদেশ
সেই
সেই
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবি বাজার কুলছুম কওমি মাদ্রাসার সাত বছরের এক শিক্ষার্থীকে পেটানোর দায়ে সেই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষক আবু সাইদকে ২১ এপ্রিল বুধবার গভীর রাতে উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছনের সড়ক থেকে আটক করা হয়।

পরে পুলিশ বাদী হয়ে ২০১৩ সালে শিশু আইনের ৭০ ধারায় মামলা একটি মামলা দায়ের করে। পরে ২২ এপ্রিল বৃহস্পতিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়। গ্রেফতার আবু সাইদ পাথরডুবি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ও হবিবর রহমানের ছেলে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্য (ওসি) আলমগীর হোসেন জানান, লাল মিয়া নামের এক শিশু শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি পুলিশের নজরে আসলে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানায়, নির্যাতনের শিকার শিক্ষার্থীর অভিভাবকদের ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তবে শিশু আইনে যে কেউ বাদী হতে পারে। ফলে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

এর আগে ওই শিক্ষককে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/42541
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ