Printed on Sun May 09 2021 3:57:08 AM

সেন্সর সনদ পেলো ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

নিজস্ব প্রতিবেদক
বিনোদন
সেন্সর সনদ পেলো ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’
সেন্সর সনদ পেলো ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব-কৈশোরকাল নিয়ে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্র সেন্সর সনদ পেয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের তরফ থেকে ১৪ মার্চ রোববার সনদটি দেয়া হয়। পরিচালক মোঃ সেলিম খান এ তথ্য জানিয়েছেন।

চলচ্চিত্রটি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা দিবসে আগামী ২৬ মার্চ সারাদেশে একযোগে মুক্তি পাবে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে পরিচালক মোঃ সেলিম খান বলেন, আজ স্বাধীনতার ৫০ বছরেও কেউ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোনো চলচ্চিত্র নির্মাণ করেননি। সেটি আমরা প্রথমবার নির্মাণ করেছি। চলচ্চিত্রটি আগামী ২৬ মার্চ সারাদেশের প্রেক্ষাগৃহে দেখতে পারবেন সকল চলচ্চিত্র প্রেমীরা।

তিনি আরও বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব ও কৈশোরের আদর্শ এবং সঠিক ইতিহাসের অনেক কিছু এখনো নতুন প্রজন্মের কাছে অজানা। তাই সেই সব ইতিহাস নতুন প্রজন্মকে জানাতেই নির্মাণ করেছি ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি।

সকল প্রেক্ষাগৃহের পাশাপাশি এই চলচ্চিত্রটি বাংলাদেশ শিল্পকলা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সকল স্কুল-কলেজে প্রজেক্টরের মাধ্যমে চলচ্চিত্রটি দেখানো হবে বলে জানান এই পরিচালক।এই চলচ্চিত্র নিয়ে প্রযোজক পিংকি খান বলেন, আমি ছোট মানুষ। এখনও পড়াশুনা করছি। শুধুমাত্র বই পুস্তকে বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়েছি বহুবার। তাকে নিয়ে প্রথমবার চলচ্চিত্র নির্মাণ করা সত্যি সত্যি অনেক আনন্দের।

তিনি আরও বলেন, বাংলাদেশের সব থেকে বড় প্রচার মাধ্যম হলো চলচ্চিত্র। সেখানে আমাদের দেশের মানুষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনী নিয়ে প্রথমবার ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্র নির্মাণ। এ অনুভূতি যেন পাহাড় সমান।

চলচ্চিত্রটিতে একসঙ্গে কাজ করেছেন এই সময়ের জনপ্রিয় নায়ক শান্ত খান এবং একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি। বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে শান্ত খান কে।

স্টোরি স্প্ল্যাশ মিডিয়া ও পিংকি খান প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার মো. সেলিম খান। চিত্রনাট্য রচনা করেছেন শামীম আহমেদ রনী। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও নানা চক্রান্তের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘আগস্ট ১৯৭৫’। এটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।

এদিকে, স্টোরি স্প্ল্যাশ মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রের মাধ্যমে আয়ের যাবতীয় অর্থ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগের সহযোগী হয়ে ‘জমি আছে, ঘর নাই’, এমন ব্যক্তিদের নিজ জমিতে গৃহনির্মাণ করে দেয়া হবে।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/38588
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ