Printed on Tue Sep 21 2021 6:11:16 PM

সোনু নিগমের বাসায় নৈশভোজে তৃপ্ত সৃজিত-মিথিলা

বিনোদন ডেস্ক
বিনোদন
সোনু
সোনু
একফ্রেমে সোনু ও মধুরিমা নিগম এবং সৃজিত-মিথিলা। একসঙ্গে নৈশভোজ সারার পর লেন্সবন্দি হয়েছেন দুই তারকা দম্পতি। ১ আগস্ট রোববার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের টুইটারে উঠে এসেছে সেই ছবি।

সোনু-মধুরিমার সঙ্গে নৈশভোজ সারার কথা জানিয়ে সৃজিত টুইটারে লেখেন, সোনু নিগমের সঙ্গে আড্ডা, গান আর সুস্বাদু নৈশভোজ।

সোনু কি মধুরিমাকে নিয়ে কলকাতায় এসেছেন, নাকি সৃজিত মিথিলাকে নিয়ে মুম্বাইয়ে গিয়েছেন? এবিষয়ে রাফিয়াত রশিদ মিথিলা জি ২৪ ঘণ্টাকে জানান, ‌‘আমরা মুম্বাইতে রয়েছি। শনিবার ডিনার-এ সোনু নিগমের বাড়িতেই আমন্ত্রণ ছিল। গান আর আড্ডায় খুব ভালো সময় কেটেছে। সোনু নিগম সৃজিতের বেশ কয়েকটি ছবিতে গান গেয়েছেন। শেষ গুমনামী ছবিতেও উনি গেয়েছেন। একসঙ্গে কাজের সুবাদেই বন্ধুত্ব রয়েছে। সৃজিত ওর গানের অনুরাগীও বটে। আর এটা এক্কেবারেই পারিবারিক আড্ডা ছিল।’

বাংলার পর এবার হিন্দি ছবি পরিচালনার কাজেও হাত দিয়েছেন সৃজিত মুখোমুখোপাধ্যায়। ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের বায়োপিক ‘শাবাশ মিঠু’ ছবিটির পরিচালনা করছেন তিনি। যে ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে তাপসী পান্নুকে। সেই ছবির কাজেই এই মুহূর্তে মুম্বাইতে রয়েছেন সৃজিত, তার সঙ্গে গিয়েছেন স্ত্রী মিথিলাও।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/49972
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ