Printed on Tue Jan 19 2021 11:45:08 PM

সৌন্দর্যের বাইরে মেয়েদের যেসব বৈশিষ্ট্য ছেলেদের আকৃষ্ট করে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল
সৌন্দর্যের বাইরে
সৌন্দর্যের বাইরে
শারীরিক সৌন্দর্য দেখে কারও প্রতি আকৃষ্ট হওয়া স্বাভাবিক। তবে মেয়েদের এমন অনেক বৈশিষ্ট্য আছে যা শারীরিক সৌন্দর্য়ের বাইরে ছেলেদের আকৃষ্ট করে। এগুলি হয়তো এমন কিছু বৈশিষ্ট্য যা নারী হিসেবে একজনের কাছে আকর্ষণীয় বা লক্ষণীয় নাও মনে হতে পারে।। তবে কোনো কোনো পুরুষের কাছে তা আকর্ষণীয় বটে। ভারতীয় গণমাধ্যম 'টাইমস অব ইন্ডিয়া' তে প্রকাশিত এক প্রতিবেদনে এমনই তথ্য জানা গেছে। ওই গণমাধ্যম থেকে চালানো এক জরিপে কয়েক জন পুরুষকে শারীরিক সৌন্দর্য ছাড়া নারীদের অন্য কোন বিষয়গুলো আকর্ষণীয় জানতে চাওয়া হয়েছিল। সেখানে পুরুষরা তাদের নিজস্ব পছন্দের বিষয়গুলো জানিয়েছেন। যেমন-

এগিয়ে আসা: সিদ্ধার্থ শর্মা নামের একজন বলেন, যখন সম্পর্কের ব্যাপারে নারীরা এগিয়ে আসে সেটা আমি বেশ পছন্দ করি। এটা আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়। সাধারণত ছেলেরাই সবসময় এগিয়ে যায়, কিন্তু যখন একজন নারী আত্মবিশ্বাসের সঙ্গে কোনো সম্পর্কের ব্যাপারে এগিয়ে আসে তা সত্যিই আমার কাছে আকর্ষণীয় মনে হয়।

উচ্চবিলাসী নয় : রাহুল ভারতাজ নামের একজন বলেছেন, অনেকেই আছেন যারা নারীরা উচ্চবিলাসী হলেও মেনে নেন। কিন্তু আমার পছন্দ এমন নারীকে যে প্রত্যেক সপ্তাহে বাইরে যাওয়ার প্রয়োজন অনুভব করে না। বরং দুজনে মিলে বাড়িতে বসে কোনো সিনেমা বা সিরিজ দেখে সময় কাটাতে ভালোবাসে।

সেন্স অব হিউমার : আলী আহমেদ নামের একজন বলেন, আমার পছন্দ এমন নারীকে যারা সেন্স অব হিউমার ভালো। সে যেন আমার রসিকতা বুঝতে পারে এবং নিজের কথা দিয়ে আমাকে হাসাতেও পারে।

নিজের মতো করে বিচার না করা : আকাশ সাওয়ান্ত নামের একজনের মতে, সবকিছুই নিজেদের মতো করে বিচার না করা নারীদের তার পছন্দ। নারীদের আচরণের মধ্যে মমত্ববোধ থাকাটা তাকে আকর্ষণ করে।

সাধারণ ধরনের মেয়ে : মানব পুরোহিত নামের একজন বলেন, আমি খুব বেশি কিছু চাই না। খুব সাধারণ ব্যক্তিত্বের কেউ যার সঙ্গে সম্পর্ক অনেক সহজ হবে এমন কাউকে আমার পছন্দ। সে চাইলে আমার সামনে অদ্ভুত বা মজার কাণ্ড করতে পারে। এতে আমি কিছু মনে করবো না।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/29837
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ