Printed on Wed Aug 10 2022 5:11:22 PM

চিরতরে বন্ধ হচ্ছে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স!

নিজস্ব প্রতিবেদক
বিনোদন
স্টার সিনেপ্লেক্স
স্টার সিনেপ্লেক্স
ঢাকা: চিরতরে বন্ধ হচ্ছে বসুন্ধরা সিটি শপিংমলের স্টার সিনেপ্লেক্স! বিনোদনের জনপ্রিয় এ মাধ্যমটি বন্ধের খবর সিনেমা পাগল মানুষের জন্য বেদনার। তার অন্যতম কারণ হলিউডের বাজারের সঙ্গে পাল্লা দিয়ে আন্তর্জাতিক মুক্তির দিন অনেক বড় বাজেটের ছবি তারা মুক্তি দিয়েছে। এজন্য হলিউডপ্রেমী দর্শকের কাছে খুবই প্রিয় ছিলে স্টার সিনেপ্লেক্স।

১ সেপ্টেম্বর আগস্ট মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের বিপণন ও জনসংযোগ কর্মকর্তা মেসবাহ উদ্দীন আহমেদ।

মেসবাহ উদ্দীন বলেন, সিনেপ্লেক্স বন্ধ করার জন্য বসুন্ধরা সিটি শপিংমলের কর্তৃপক্ষ আমাদের নোটিশ দিয়ায় এখানে আর স্টার সিনেপ্লেক্স থাকছে না। শপিংমল নিয়ে তাদের নতুন পরিকল্পনা থাকায় তারা এ নোটিশ দেন। বাড়িওয়ালা চলে যাওয়ার জন্য নোটিশ দিলে ভাড়াটিয়ার আসলে কিছু করার থাকে না। তবে আমাদের অন্য সবগুলো শাখাই চালু থাকবে। সেখানেও আতিথেয়তা বা আন্তরিকতার অভাব থাকবে না।

জনসংযোগ কর্মকর্তা বলেন, ২০০২ সাল থেকে বসুন্ধরা সিটি দিয়েই আমরা যাত্রা করেছিলাম। ১৮টি বছর কেটেছে এখানে। দেশ-বিদেশের অনেক বড় বড় তারকা, গুণী মানুষেরা এখানে পা রেখেছেন। রয়েছে অনেক অনেক স্মৃতি। এমন একটি ভালোবাসার ঠিকানা বদলে ফেলা আমাদের জন্যও খুব কষ্টের এবং আবেগের। কিন্তু কিছু তো আসলে করার নেই।

করোনাভাইরাসের কারণে দেশে গত ২০ মার্চ থেকে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় সিনেমা প্রদর্শন বন্ধ ছিলো। কখন খুলবে হল ও সিনেপ্লেক্স এ নিয়ে যখন চারদিকে মিটিং-মিছিল ও অপেক্ষা তখন জানা গেল মন খারাপের এক খবর।

তবে মহাখালীতে অবস্থিত এসকেএস (সেনাকল্যাণ সংস্থা) টাওয়ার, ধানমন্ডির সীমান্ত সম্ভার (রাইফেল স্কয়ার) শপিংমলে স্টার সিনেপ্লেক্স চালু রয়েছে।

এছাড়াও মিরপুরের সনি সিনেমা হল ভেঙে যে শপিংমল করা হচ্ছে সেখানেও একটি শাখা চালু করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স।

ভয়েস টিভি/টিআর
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/12934
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ