Printed on Sun May 16 2021 11:43:58 PM

সহিংসতার আশংকায় ট্রাম্পের টুইটার স্থায়ীভাবে বন্ধ

ইন্টারন্যাশনাল ডেস্ক
বিশ্ব
স্থায়ীভাবে
স্থায়ীভাবে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। ট্রাম্পের বক্তব্যে নতুন করে সহিংসতা ছড়াতে পারে বলেই টুইটার এমন ব্যবস্থা নিয়েছে। স্থানীয় সময় ৮ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ‘টুইটার সেফটি’ এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বলে খবর প্রকাশ করে সিএনএন।

টুইটার সেফটি ওই বার্তায় লিখে, সাম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে দেয়া কয়েকটি টুইট বার্তা পর্যালোচনা করে ভবিষ্যত সহিংসতার শঙ্কা করে আমরা স্থায়ীভাবে অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছি।

টুইটার কর্তৃপক্ষ জানায়, এই সপ্তাহের ভয়াবহ হামলার ঘটনার পর বুধবার আমরা এই ব্যাপারটি পরিস্কার করি যে, বার বার টুইটারের নিয়ম-নীতি ভঙ্গ করার কারণে যেকোনো অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।

মূলত সমর্থকদের উস্কে দেওয়ার লক্ষ্যে ট্রাম্পের দেয়া একটি টুইট বার্তা ও সর্বশেষ শুক্রবার জো বাইডেনের শপথ অনুষ্ঠানে যোগ দিতে না যাওয়ার ঘোষণা দিয়ে তার দেয়া টুইট বার্তার কারণে অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে। টুইটার মনে করছে এই দুটি টুইট বার্তার মাধ্যমে ট্রাম্প তাদের নিয়ম-নীতি ভঙ্গ করেছেন।

তাছাড়া ট্রাম্পের কাছ থেকে ভবিষ্যতে এই ধরনের টুইট বার্তা আসলে সেটি আরো সহিংসতা ছড়াতে পারে।

পদত্যাগ, অভিশংসন ও কর্ম–অক্ষম ঘোষণার চাপে থেকে আগামী দেড় সপ্তাহ কাটানো কঠিন হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পের। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার অপেক্ষায় থাকা জো বাইডেন পরিস্থিতিকে আইনপ্রণেতাদের ওপর ছেড়ে দিয়েছেন।

গত বুধবার মার্কিন আইনসভা ভবন বা ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের ন্যক্কারজনক হামলার পর পাঁচজন মারা যায়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ হামলা নজিরবিহীন। এ হামলার পর যুক্তরাষ্ট্রে তো বটেই, বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।

মার্কিন আইনপ্রণেতাদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের বিদ্বেষমূলক প্রচার বন্ধের আহ্বান জানান। এমনকি গত বৃহস্পতিবার সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা টুইট করে ট্রাম্পের অ্যাকাউন্ট একেবারে বন্ধ করে দেয়ার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনায় বুধবার তার টুইটার ও ফেসবুক অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটার। শুক্রবার টুইটার স্থায়ীভাবে বন্ধ করে দিলো। এখন দেখার বিষয় ফেসবুক কি সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন : ট্রাম্পের ফেসবুক-টুইটার-ইন্সটাগ্রাম বন্ধ, ভিডিও সরালো ইউটিউব

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/31391
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ