Printed on Tue Sep 21 2021 5:42:33 PM

স্বার্থপর দুনিয়ায় নিঃস্বার্থ বন্ধু পাওয়া দুষ্কর: নুসরাত

বিনোদন ডেস্ক
বিনোদন
নিঃস্বার্থ
নিঃস্বার্থ
ভালোবাসা না পাওয়ার ভয় পান সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান। বন্ধুত্ব দিবসে প্রেম, বন্ধুত্ব নিয়ে কথা বলার মাঝেই কোথাও যেন তার মনের ভেতরের আতঙ্ক প্রকাশ পেল। যশ দাশগুপ্তের সঙ্গে তার প্রেমের গুঞ্জনে সিলমোহর পড়ার আগেই প্রেম হারানোর কথা বললেন নুসরাত।

১ আগস্ট রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করলেন অন্তঃসত্ত্বা নুসরাত। সঙ্গে যশের পোষ্য কুকুর। তাকে আদর করছেন অভিনেত্রী।

নুসরাতের স্বামী

ছবির ক্যাপশনে লিখেছেন, ‘যে তোমার কাছে থেকে কিছু না পাওয়ার আশা না করেই তোমাকে ভালবাসবে, এমন কাউকে খুঁজে পাওয়া বড়ই সুন্দর। নিঃস্বার্থ ভালবাসা এতই দামি যে ভয় করে, তাকে ধরে রাখতে পারব তো? কোনও অহংকার এই ভালবাসার মূল্য বুঝবে না। স্বার্থপর দুনিয়ায় নিঃস্বার্থ বন্ধুত্ব পাওয়া দুষ্কর। শুভ বন্ধুত্ব দিবস।’সম্প্রতি নুসরাতে মা হওয়ার খবরে তোলপাড় শুরু হয়। কারণ তার সন্তানের পিতা স্বামী নিখিল জৈন নয়। এরপর ব্যাপক আলোচনা-সমালোচনার একপর্যায়ে জানা গেলে তার সন্তানের পিতা অভিনেতা যশদাশ গুপ্ত। কিন্তু বিবাহবহির্ভূত এই সম্পর্ক নিয়েও অনুরাগীদের ব্যাপক সমালোচনা।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/49970
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ