Printed on Tue Apr 13 2021 6:44:58 PM

হজে যেতে করোনার টিকা বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
হজে যেতে
হজে যেতে
আসন্ন পবিত্র হজ-২০২১ এ যাওয়ার আগাম প্রস্তুতি হিসেবে সরকারি-বেসরকারি সিস্টেমে নিবন্ধিত ১৮ বছরের ঊর্ধ্বে ও ৪০ বছরের নিচের সবাইকে করোনা ভাইরাসের টিকা নিতে হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। টিকার প্রথম ডোজ মার্চে এবং দ্বিতীয় ডোজ মে মাসে নিতে হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদফতরকে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ১৬ মার্চ মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের পবিত্র হজে অংশ নিতে আগ্রহী ব্যক্তিদের করোনাভাইরাসের টিকা গ্রহণ করতে হবে। হজে যাওয়ার আগাম প্রস্তুতি হিসেবে ১৮ বছরের ঊর্ধ্বে ও ৪০ বছরের নিচে ৪ হাজার ৮৩৩ জন, ৪০ বছরের ঊর্ধ্বে ৫৫ হাজার ৮৭৩ জনসহ মোট ৬০ হাজার ৭০৬ জনকে করোনার টিকা নিতে হবে। টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, জন্মতারিখ, বাবার নাম, মায়ের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, লিঙ্গ, মুঠোফোন নম্বর, হজ লাইসেন্স নম্বর, এজেন্সির নাম ইত্যাদি তথ্য উল্লেখ থাকতে হবে।

স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে মার্চের মধ্যে করোনার টিকার প্রথম ডোজ এবং মে মাসের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে হবে। টিকা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

হজে অংশ নিতে হলে করোনার টিকা গ্রহণ বাধ্যতামূলক করেছে সৌদি সরকার।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/38804
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ