Printed on Tue Aug 03 2021 9:35:54 AM

অদ্ভুত সুন্দর প্রাণী হরিণ বৃত্তান্ত

নিজস্ব প্রতিবেদক
ভিডিও সংবাদ
হরিণ বৃত্তান্ত
হরিণ বৃত্তান্ত
হরিণের আধ্যাত্মিক অর্থ হলো কৃতজ্ঞতা, দয়া এবং নির্দোষতা। ইংরেজীতে হরিণ কে ডিয়ার (Deer) বলা হয়। হরিণ শক্তি এবং সংকল্পের প্রতীক।

অদ্ভুত সুন্দর এক প্রাণী হরিণ এর রয়েছে ৬০টির বেশি প্রজাতি। এক সময়ে এ প্রজাতীর সংখ্যা ৯০ এর অধিক ছিলো। অ্যান্টার্কটিকা ব্যতীত বিশ্বের সমস্ত মহাদেশেই রয়েছে নানা জাতের হরিণ ।

এক লাফে ১৫ ফুট পর্যন্ত পেরিয়ে যেতে পারে কোনো কোনো প্রজাতির হরিণ। সাতারও কাটতে পারে হরিণ । বন্য হরিণ ২০ বছর পর্যন্ত বাঁচতে পারে।

হরিণের গর্ভধারণের সময়কাল, গড়ে প্রায় ১0 মাস। একটি নবজাতক জন্মের ২০মিনিটের মধ্যে দাঁড়াতে এবং দৌড়াদৌড়ি করতে পরে ।


পৃথিবীতে যত হরিণ পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বড় হরিণ হল চামরি গাই । প্রায় ২.৬ মিটার বা সাড়ে আট ফুট লম্বা এবং ওজন হয় ৮০০ কিলোগ্রাম কেজি পর্যন্ত ওজন হয় এই চামারিগাই হরিণ এর ।

পুডু হল বিশ্বের সবচেয়ে ছোট হরিণ। এটা ১৩–১৪ ইঞ্চি লম্বা হয় এবং ওজন হয় প্রায় ৩ থেকে ৩ থেকে ৬ কিলোগ্রাম ।

হরিণরা বিচরণকারী জীব। তারা প্রধানত পাতা খায়। তাদের পাকস্থলি ছোট। সহজে হজম হয় এমন খাবার যেমন কচি পাতা, নরম ঘাস, অঙ্কুরিত চারা, নরম ফল, গাছের ডাল, ছত্রাক এবং শৈবাল খায়। জাবর কাটার উপযোগী এবং উচ্চ পুষ্টির খাবার পছন্দ করে ।

হরিণের

হরিণের রয়েছে একাধিক জাত । এর মধ্যে রয়েছে- সাদা লেজের হরিণ, বড় শিংঘা বা সাম্বার হরিণ, প্যারা হরিণ , খচ্চর হরিণ, চিতল বা চিত্রা হরিণ।

মহিলা হরিণ সাধারণত তাদের গোটা জীবন একই পালায় কাটাবেন এবং প্রতি বছর প্রভাবশালী পুরুষের সাথে সঙ্গম করবেন। তবে, কখনও কখনও প্রতিদ্বন্দ্বী পুরুষদের মধ্যে মারামারি করার সময় পশুর ভেঙে যায়।

অল্প বয়স্ক পুরুষরা বড় পুরুষ হরিণপালের সাথে থাকে এবং প্রজনন অধিকারের জন্য প্রভাবশালী পুরুষকে চ্যালেঞ্জ জানায়। কখনও কখনও পুরুষ হরিণ পাল ছেড়ে অন্য পালে চলে যায় ।

ভয়েস টিভি/ডি
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/48153
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ