আতশবাজি পোড়ানো ও ফানুস উড়ানো বন্ধে হাইকোর্টে রিট


নববর্ষে কিংবা উৎসবে আতশবাজি পোড়ানো ও ফানুস উড়ানো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছে আইনজীবী মিজানুর রহমান। ১৬ জানুয়ারি রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি রিটটি দায়ের করেন।
রিটে নববর্ষ বা উৎসবে শহর এলাকায় ফানুস উড়ানো পুরোপুরি নিষিদ্ধ চাওয়া হয়েছে। পাশাপাশি রুল জারির আরজি জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
এছাড়াও রিটে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজির আতংকে মারা যাওয়া শিশু উমায়েরের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে ইংরেজি নববর্ষের রাতে (থার্টি ফার্স্ট নাইট) আতশবাজির শব্দে ভয় পেয়ে অসুস্থ হয়ে তানজিম উমায়ের নামে এক শিশুর মৃত্যু হয়। জন্ম থেকেই হৃদরোগে ভুগতে থাকা শিশুটি মাত্র চার মাস ১৯ দিন বয়সী ছিল।
উমায়েরের পরিবার রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা। গত ৩১ ডিসেম্বর রাতে অসুস্থ হয়ে পড়লে পরদিন ১ জানুয়ারি শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
এছাড়াও থার্টি ফার্স্ট নাইটে ফানুস উড়ানোকে কেন্দ্র করে রাজধানীতে দশের অধিক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।
ভয়েসটিভি/আরকে