Printed on Fri Aug 19 2022 2:12:54 PM

হাতি সম্পর্কে মজার ও অদ্ভুত কিছু তথ্য

নিজস্ব প্রতিবেদক
ভিডিও সংবাদ
হাতি সম্পর্কে
হাতি সম্পর্কে
পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী, অনেক বুদ্ধিমানও ও রহস্যময় প্রাণিটির নাম হাতি। পৃথিবীর স্থলভাগের সব চেয়ে বড় প্রাণি হাতি নিয়ে রয়েছে অনেক মজার ও অদ্ভুত তথ্য। এবার জেনে নিন হাতি সম্পর্কে অজানা কিছু তথ্য।

হাতির ওজন হতে পারে ৬ টন। পুরুষ হাতি সাধারণত ৩০ থেকে ৪০ বছর বাঁচে। তবে বন্য হাতি বাঁচে ৬০ থেকে ৭০ বছর।

স্থলজ প্রাণীদের মধ্যে হাতির গর্ভকাল সবচেয়ে দীর্ঘ, প্রায় ২ বছর অথাৎ ২২ মাস স্থায়ী হয়। মানুষের সন্তানের ওজন সর্বোচ্চ ৭ পাউন্ড হয়; আর হাতির বাচ্চার ওজন হয় ২৬০ পাউন্ড। হাতির বাচ্চা নেয়ার ২০ মিনিটের মধ্যে উঠে দাঁড়াতে পারে এবং ঘণ্টাখানেকের মধ্যেই হাঁটা শুরু করে দেয়। হাতির যখন ১২ বছর বয়স হয় তখনই সে বাবা-মা হয়ে যেতে পারে

গোটা দুনিয়ায়, দু-রকমের হাতি পাওয়া যায়। একটি আফ্রিকান এবং অন্যটি এশিয়ান। কানের আকারগত ফারাকে এই দুই প্রজাতিকে আলাদা করে চেনা যায়। হাতিই একমাত্র স্তন্যপায়ী প্রাণী, যে লাফাতে পারে না। দৃষ্টিশক্তি ভালো না হলেও হাতির ঘ্রাণশক্তি প্রখর। জঙ্গলে প্রাকৃতিকভাবে হাতির কোনো সরাসরি শত্রু নেই।

হাতির সামাজিক কাঠামো অন্য জীবজন্তুর থেকে আলাদা । দলের নেতৃত্ব দেয় মহিলা হাতি। একটি মহিলা হাতির নেতৃত্বে ২০-২৫টি হাতি একসঙ্গে বাস করে। কেবল বিশাল শরীরই বড় নয়, বিশাল হৃদয়েরও অধিকারী হাতি। এদের হৃৎপিণ্ডের ওজন ২৭ থেকে ৪৬ পাউন্ড হয়।

হাতি বুদ্ধিমান প্রাণী। স্থলজ জীবজন্তুর মধ্যে হাতির মস্তিষ্ক সবচেয়ে বড়। হাতির মস্তিষ্কের ওজন প্রায় ৫ কিলোগ্রাম। কোনো হাতি অসুস্থ হলে অন্যরা খাবার এনে দেয়। হাতি কাঁদে, খেলাধুলা করে, এদের স্মৃতিশক্তিও বেশ ভালো।

হাতির শুঁড়ে অন্তত দেড় লাখ পেশীর একক রয়েছে। হাতির শরীরে সবথেকে স্পর্শকাতর অঙ্গ হল শুঁড়। হাতির দাঁত আইভরি দিয়ে তৈরি। যা বিশ্ববাজারে চড়া দামে বিক্রি হয়। ২ বছর বয়স থেকে হাতির দাঁত গজাতে শুরু করে আর তারপর আজীবন তা বাড়তে থাকে।

হাতির অনেক ঘুম প্রয়োজন হয় না। মানুষের দৈনিক ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন; কিন্তু হাতির ৪ ঘণ্টা ঘুমালেই হয়। তারা বেশিরভাগ সময় দাঁড়িয়েই ঘুমায়।

আরও পড়ুন : কুড়িগ্রামে ভারতীয় হাতির তাণ্ডব: অসহায় সীমান্তবাসী
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/47885
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ