হাদিসের কথা : আমলের মাধ্যমে নৈকট্য লাভ


আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘কস্মিনকালেও তোমাদের কাউকে তার নিজের আমল কখনো নাজাত দেবে না।
তাঁরা বললেন, হে আল্লাহর রাসূল! আপনাকেও না? তিনি বললেন, আমাকেও না। তবে আল্লাহ আমাকে তাঁর রহমত দিয়ে আবৃত রেখেছেন। তোমরা যথারীতি আমল করে নৈকট্য লাভ করো।
তোমরা সকালে, বিকেলে এবং রাতের শেষভাগে আল্লাহর ইবাদত করো। মধ্যপন্থা অবলম্বন করো। মধ্যপন্থা তোমাদেরকে লক্ষ্যে পৌঁছাবে।
সহিহ বুখারি : ৬৪৬৩
তাঁরা বললেন, হে আল্লাহর রাসূল! আপনাকেও না? তিনি বললেন, আমাকেও না। তবে আল্লাহ আমাকে তাঁর রহমত দিয়ে আবৃত রেখেছেন। তোমরা যথারীতি আমল করে নৈকট্য লাভ করো।
তোমরা সকালে, বিকেলে এবং রাতের শেষভাগে আল্লাহর ইবাদত করো। মধ্যপন্থা অবলম্বন করো। মধ্যপন্থা তোমাদেরকে লক্ষ্যে পৌঁছাবে।
সহিহ বুখারি : ৬৪৬৩
সর্বশেষ সংবাদ