Printed on Sat Jul 02 2022 5:59:57 PM

হানিমুন নয়, শুটিংয়ে ব্যস্ত আলিয়া-রণবীর!

অনলাইন ডেস্ক
বিনোদন
বিয়ের পর সাধারণত দূর দেশে মধুচন্দ্রিমায় যেতেই দেখা যায় বলিউড দম্পতিদের। কিন্তু ব্যতিক্রম দেখালেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

বিয়ের এক সপ্তাহ পার হতে না হতেই শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন বলিউডের এই তারকা নবদম্পতি। যার যার হাতে থাকা কাজগুলো নিয়ে আবারও ব্যস্ততার ভেতর সময় পার করছেন তারা।

জানা গেছে, সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত আসন্ন ‘অ্যানিমেল’ ছবির শুটিং শুরু করেছেন রণবীর। যেখানে তার বিপরীতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। ইতোমধ্যেই ছবিটির মহরত হয়েছে এবং হিমালয়ে এর শুটিংও শুরু হয়ে গেছে।

ভূষণ কুমার এবং প্রণব রেড্ডি ভাঙ্গা একসঙ্গে টি-সিরিজ এবং ভদ্রকালী পিকচার্সের দ্বারা ছবিটি প্রযোজনা করছেন। রণবীর, রাশমিকা ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করবেন অনিল কাপুর এবং ববি দেওল।

অন্যদিকে, আলিয়া ব্যস্ত হয়ে পড়েছেন করণ জোহর পরিচালিত তার আসন্ন ছবি ‘রকি ওউর রানী কি প্রেম কাহানী’র শুটিং নিয়ে। যেখানে আলিয়াকে জুটি বাঁধতে দেখা যাবে রণবীর সিংয়ের সাথে। ছবিটিতে আরও অভিনয় করবেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমি।

আসন্ন ‘অ্যানিমেল’ ও ‘রকি ওউর রানী কি প্রেম কাহানী’ দুটো ছবিই মুক্তি পাবে ২০২৩ সালে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/71419
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ