হারিয়ে যেতে পারেন হলুদের স্বর্গরাজ্যে


প্রকৃতি জুড়ে এখন শীতের হিমেল হাওয়া। আমন ধান ঘরে উঠার পর থেকেই ক্ষেতে সরিষা বপন শুরু। সরিষার সবুজ গাছের হলুদ ফুল শীতের সকালে ঝিকিমিকিয়ে ওঠে। গুন গুন শব্দ তুলে সংগ্রহ করে মৌমাছিরা।
শীতের শিশির ভেজা ভোরে শুভ্র কুয়াশার চাদরে মোড়ানো শেরপুরের চরাঞ্চলের প্রতিটি মাঠ জুড়ে কেবল চোখে পড়ে সরিষার ফুলের সমারোহ। যতদূর চোখ যায় কেবল হলুদ আর হলুদ।
যেন সবুজ মাঠে হলুদের আগুন লেগেছে। আর পড়ন্ত বিকেলের মিষ্টি রোদেহলুদ বরণ সাজে সেজে উঠে মাঠ।
মধুময় বিকেলে গাঁয়ের কিশোরীর সরিষার ফুল আর কাঁচা ঘাস সংগ্রহ করতে সখীদের নিয়ে উপস্থিত হয় হলুদের রাজ্যে। এমন আবেশে কে না হারিয়ে যেতে চায়। প্রিয় মানুষটিকে সঙ্গে ভালবাসার নানান স্বপ্ন বুনতে চায়।
দিগন্ত জোড়া বিস্তীর্ণ সরিষা ক্ষেতের মাঝে নিজেকে বার বার হারিয়ে যেন খুঁজে ফিরছে তরুণ তরুণীর দল।
ভয়েসটিভির দর্শকদের জন্য শেরপুরের চন্দ্রকোনা, চরবাছুরআগলা, কামারের চর, চরশেরপুর, ডুবারচর ও ঝগড়ারচর ঘুরে সরিষা ফুলের ছবি তুলে এনেছেন নাঈম ইসলাম।
ভয়েস টিভি/এমএইচ
শীতের শিশির ভেজা ভোরে শুভ্র কুয়াশার চাদরে মোড়ানো শেরপুরের চরাঞ্চলের প্রতিটি মাঠ জুড়ে কেবল চোখে পড়ে সরিষার ফুলের সমারোহ। যতদূর চোখ যায় কেবল হলুদ আর হলুদ।

যেন সবুজ মাঠে হলুদের আগুন লেগেছে। আর পড়ন্ত বিকেলের মিষ্টি রোদেহলুদ বরণ সাজে সেজে উঠে মাঠ।
মধুময় বিকেলে গাঁয়ের কিশোরীর সরিষার ফুল আর কাঁচা ঘাস সংগ্রহ করতে সখীদের নিয়ে উপস্থিত হয় হলুদের রাজ্যে। এমন আবেশে কে না হারিয়ে যেতে চায়। প্রিয় মানুষটিকে সঙ্গে ভালবাসার নানান স্বপ্ন বুনতে চায়।

দিগন্ত জোড়া বিস্তীর্ণ সরিষা ক্ষেতের মাঝে নিজেকে বার বার হারিয়ে যেন খুঁজে ফিরছে তরুণ তরুণীর দল।
ভয়েসটিভির দর্শকদের জন্য শেরপুরের চন্দ্রকোনা, চরবাছুরআগলা, কামারের চর, চরশেরপুর, ডুবারচর ও ঝগড়ারচর ঘুরে সরিষা ফুলের ছবি তুলে এনেছেন নাঈম ইসলাম।
ভয়েস টিভি/এমএইচ
সর্বশেষ সংবাদ