Printed on Tue May 18 2021 1:20:35 PM

হিলিতে মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
অপরাধসারাদেশ
মাদকবিরোধী
মাদকবিরোধী
দিনাজপুরের হিলিতে পৃথক মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ এক নারী ও দুই যুবককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। ২৩ এপ্রিল শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

হাকিমপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ভয়েস টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, বগুড়া সদরের মালিগ্রাম মহল্লার দেলোয়ার হোসেনে স্ত্রী মিলন বেগম (৪০), হাকিমপুর উপজেলার দক্ষিণবাসুদেবপুর মহল্লার নুর ইসলামের ছেলে রাসেল (২৫) এবং একই মহল্লার ফজুলল হকের ছেলে রায়হান (৩৫)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভারত থেকে ফেনসিডিল পাচারকালে সীমন্তবর্তী সাতকুড়ি নামক স্থান থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ মিলন বেগমকে আটক করা হয়। অপরদিকে হিলির দক্ষিণবাসুদেবপুর (জিলাপিপট্টি) নামক স্থানে মাদক বেচা-কেনার সময় ৩৯ বোতল ফেনসিডিল ও ৯৮ বোতল এমকে ডাইলসহ রাসেল ও রায়হানকে আটক করা হয়।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/42601
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ