Printed on Sun Sep 19 2021 10:15:04 PM

হিলিতে মাদ্রাসা ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

হিলি প্রতিনিধি
অপরাধ
হিলিতে
হিলিতে
দিনাজপুরের হিলিতে ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মমিনুল ইসলাম নামের এক শিক্ষককে আটক করা হয়েছে। ২০ আগস্ট শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার বিশাপাড়া হিলফুল ফযুল মাদ্রাসা থেকে অবরুদ্ধ অবস্থায় তাকে আটক করে হাকিমপুর থানা পুলিশ।

শিক্ষক মমিনুল ইসলাম উপজেলার চেংগ্রাম গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, রাতে মোবাইলের মাধ্যেমে খবর আসে ছাত্রকে বলৎকার করার অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটকে রেখেছে এলাকাবাসী। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। এবং একই রাতে শিশুটির পিতা রুস্তম আলী অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মমিনুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক বলাৎকারের কথা স্বীকার করেছেন।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/51787
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ