Printed on Wed May 05 2021 10:39:18 PM

হেফাজতের ২৩ মামলার তদন্তের দায়িত্বভার পেল সিআইডি

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
হেফাজতে ইসলাম
হেফাজতে ইসলাম
হেফাজতে ইসলাম বাংলাদেশের ২৩ মামলার তদন্তের দায়িত্বভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

১৯ এপ্রিল সোমবার সন্ধ্যায় সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সারাদেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীর নামে অসংখ্য হামলা-তাণ্ডবের মামলা হয়েছে। এর মধ্যে ২৩টি মামলার তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেয়া হয়েছে।

হেফাজতে ইসলামের বিরুদ্ধে নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ ও চট্টগ্রামের একাধিক মামলার তদন্ত করবে সিআইডি। ২০১৬ সালের পাঁচটি মামলা ও সাম্প্রতিক সময়ের ১৮টি মামলাসহ মোট ২৩টি মামলার তদন্ত করবে সিআইডি। খুব দ্রুততম সময়ের মধ্যেই তদন্ত শেষ করে যারা এখনও আইনের আওতায় আসেনি তাদের আইনের আওতায় আনার চেষ্টা করা হবে বলে জাানান সিআইডির ওই কর্মকর্তা।

সিআইডি প্রধান বলেন, হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় যারা উপস্থিত ছিল, মদত দিয়েছে, উসকানি দিয়েছে, জ্বালাও-পোড়াও করেছে তাদের ফুটেজ ফরেনসিক করা হবে। ফরেনসিক করে যাদের পাওয়া যাবে তাদের সবাইকেই আমরা আইনের আওতায় আনব। ইতোমধ্যে যেসব হেফাজত নেতা পুলিশের কাছে গ্রেফতার হয়েছেন প্রয়োজনে তাদেরও সিআইডি জিজ্ঞাসাবাদ করবে বলেও জানান ব্যারিস্টার মাহবুবুর রহমান।

এ বিষয়ে মঙ্গলবার বেলা ১২টায় সিআইডি প্রধান ব্রিফিং করবেন বলেও জানা গেছে।

ভয়েসটিভি/একে/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/42343
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ