Printed on Sat Jan 16 2021 8:15:29 PM

হেমন্তেই শীত কড়া নাড়ছে সীমান্তবর্তী শেরপুরে

শেরপুর প্রতিনিধি
সারাদেশ
হেমন্তেই শীত কড়া নাড়ছে
হেমন্তেই শীত কড়া নাড়ছে
ঋতুর পালাবদলে প্রকৃতিতে এখন হেমন্তকাল। কিন্তু এখনই শীত কড়া নাড়ছে মেঘালয় ঘেঁষা শেরপুরে। শীতের প্রকোপ একটু বেশিই থাকে পাহাড়ি এ জেলায়। এবার আগেভাগেই শীতের দাপট দেখা যাচ্ছে। অনেকেই শীতের কাপড় রোদে শুকাতে দিচ্ছেন। কেউ কেউ আবার গায়েও চাপিয়েছেন। শীত জেঁকে বসার আগেই লেপ-তোষক তৈরির দোকানে ভিড় লেগেছে। শীত বরণে চলছে নানান প্রস্তুতি।

উৎসব আর আনন্দের মধ্যদিয়ে গ্রামে গ্রামে শুরু হয়েছে আগাম ধান কাটা। গ্রামাঞ্চলে একটু বেশি শীত পড়তে শুরু করেছে। তবে শেরপুর শহরে এখনও সেভাবে শীত অনুভূত না হলেও সন্ধ্যার পর হতে শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে।সকালের ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে ভোরের সোনালি রোদ। ভোরের প্রকৃতিতে শির শিরে ঠাণ্ডা ভাব। গারো পাহাড়ে গাছ থেকে ঝরছে পাতা, ঝরছে বিভিন্ন ফুল। শেষ রাতে গায়ে কম্বল কাঁথা চাপাচ্ছেন অনেকেই।

ইতোমধ্যেই গ্রামের হাট-বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি ফুলকপি, মূলা, সড়িষা শাক, শালগম, গাজর, লাউ, শিম।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/22325
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ