Printed on Thu May 06 2021 4:30:51 AM

সানির দাম্পত্যের ১০ বছর, হীরের হার উপহার ড্যানিয়েলের

বিনোদন ডেস্ক
বিনোদন
১০ বছর
১০ বছর
১০ বছর পেরিয়ে গেল সানি ও ড্যানিয়েলের দাম্পত্য। ১৩ বছরের সম্পর্ক তাদের। বিশেষ এই দিনের উদযাপনে কমতি রাখলেন না অভিনেত্রী সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবার। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ভালবাসা জানালেন না। উপহার দিলেন হীরের হার।

৯ এপ্রিল শুক্রবার সানি লিওন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এ কথা জানান।

ভিডিওতে দেখা যায়, সাদা ও সবুজের ডোরাকাটা পোশাক পরে সানির টান টান করে চুল বাঁধা। গলায় হার ঝলমল করছে। তবে হীরের চাইতেও যেন বেশি ঝলমলে সানির মুখ। খুশিতে ডগমগ তিনি।

হীরের

ক্যাপশনে স্বামীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘কেউ ভেবেছিল, কেবল একটি কথোপকথন আমাদের আজ এখানে নিয়ে আসবে? ভালবাসি তোমায়’।

ভিডিয়োটি পোস্ট করার আগে দম্পতি নিজেদের ইনস্টাগ্রামে একে অপরের সঙ্গে ছবি পোস্ট করেছেন।

সানি ও ড্যানিয়েলের প্রথম সাক্ষাৎ একটি ক্লাবে। ড্যানিয়েলের দাবি, প্রথম বারেই সানির প্রেমে পড়ে যান তিনি। তবে সানির অনুভূতি তৈরি হয় ধীরে ধীরে। তার মায়ের মৃত্যুর সময়ে ড্যানিয়েল তার কাঁধ শক্ত করার জন্য, আর তার সঙ্গ ছাড়েননি এক বারের জন্যেও। সেই ভালবাসা আজও হীরের হার হয়ে ঝলমল করছে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/41427
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ