Printed on Tue Aug 03 2021 11:55:56 AM

দ্বিতীয় বিয়েও টিকল না আমির খানের, ১৫ বছরের দাম্পত্যে ছেদ

বিনোদন ডেস্ক
বিনোদনভিডিও সংবাদ
১৫ বছরের
১৫ বছরের
তাদের বলিউডের অন্যতম সফল জুটি হিসেবেই জানতেন সবাই। কিন্তু সেই সম্পর্কে চিড় ধরেছে। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যে ইতি টানতে চলেছেন বলিউড স্টার আমির খান এবং কিরণ রাও। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এ তারকা দম্পতি। ৩ জুলাই শনিবার সকালে দু’জনেই নেটমাধ্যমে একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন এ কথা।

তারা লিখেছেন, ‘এই ১৫ বছরের সুন্দর সফরে আমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালবাসা এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। এ বার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে। আচমকাই এই বিচ্ছেদ নয়। সময় নিয়ে পরিকল্পনা করেই দাম্পত্যে থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি ।আমির এবং কিরণ জানিয়েছেন, আলাদা থাকলেও ছেলে আজাদের প্রতি সব কর্তব্য পালন করবেন উভয়েই। ব্যক্তি জীবনের এই সিদ্ধান্তের প্রভাব পেশাগত দিকে পড়বে না বলে দাবি দু’জনের। তাদের কথায়, ‘আমরা একসঙ্গে ছবি করব। আমাদের পানি ফাউন্ডেশনের কাজ এবং আরও অন্যান্য যে কাজগুলো আমরা করতে ভালবাসি, সেই সব কিছুই একসঙ্গে করব।’

১৯৮৪ সালে হোলি সিনেমার মাধ্যমে আমির খানের অভিনয় জীবনের শুরু।শাতধিক সিনেমার সফল অভিনেতা আমির খান। বলিউডের ৩০০ কোটি রুপির বেশি আয়ের মাইলফলকের ছবি আমির খানের পিকে।

‌‘লগন’ সিনেমার শুটিংয়ের সময় কিরণ রাওয়ের সঙ্গে পরিচয় হয় আমিরের। কিরণ ছিলেন সেই সময়ে সহকারী পরিচালক। ২০০৫ সালে বেঙ্গালুরুর রাজকীয় পরিবারের মেয়ে কিরণকে বিয়ে করেন আমির। পেশাগত জীবনে সফল হলেও দাম্পত্য জীবনে হতে পারলেন তারা।১৯৮৬ সালে ১৮ এপ্রিল রীনার সঙ্গে আমিরের প্রথম বিয়ে হয়। আমির খানদের ঠিক পাশের বাড়ির মেয়ে ছিলেন রীনা দত্ত। এক সময়ে একে অপরের প্রেমে মশগুল ছিলেন তারা। পরিবারের বিপক্ষে গিয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়েও করেন। জুনাইদ এবং ইরা নামে দুই সন্তানের রয়েছে দেন রীনা ও আমির এর দাম্পত্য জীবনে। ২০০২ সালে তাদের বিচ্ছেদ। ৫০ কোটি টাকার বিনিময়ে বিবাহবিচ্ছেদে রাজি হন দু’জন। সে সময় বলিউডের অন্যতম দামি ডিভোর্স ছিল এটিই।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/48054
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ