Printed on Mon May 17 2021 1:13:44 AM

শেষ ১৬ দিনে ১ লাখ করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
১ লাখ
১ লাখ
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে রোগীর সংখ্যা যত দ্রুত বাড়ছে, তা আগে দেখা যায়নি। শনাক্ত রোগীর সংখ্যা বুধবার ৭ লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশে শনাক্ত ৭ লাখ করোনা রোগীর মধ্যে শেষ ১৬ দিনেই শনাক্ত হয়েছে ১ লাখ। এর আগে সবচেয়ে কম সময়ে ১ লাখ রোগী শনাক্ত হয়েছিল ৩০ দিনে। যা ছিল গত বছরের জুলাইয়ে।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এর তিন মাস পর ১৮ জুন শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ছাড়ায়। এর ঠিক এক মাস পর ১৮ জুলাই রোগীর সংখ্যা পৌঁছেছিল ২ লাখে। এর পরের এক লাখ রোগী শনাক্ত হয় এক মাস নয় দিনে, ২৬ অগাস্ট শনাক্ত রোগীর সংখ্যা ছাড়ায় তিন লাখ। শনাক্ত রোগীর সংখ্যা ৪ লাখ ছাড়াতে লেগেছিল আরও দুই মাস। তা পাঁচ লাখে পৌঁছাতে সময় লাগে ৫৫ দিন।

এরপর সংক্রমণের গতি কিছুটা কমতে থাকায় পরের এক লাখ রোগী শনাক্ত হয় ১০২ দিনে। গত ২৯ মার্চ শনাক্ত রোগীর সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছিল।

আরও পড়ুন: বিশ্বে একদিনেই করোনা আক্রান্ত প্রায় তিন লাখ

এরপর শুরু হয় করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ। দ্রুত রোগীর সংখ্যা বাড়তে থাকে। ২৯ মার্চের পর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা এক দিনও ৫ হাজারের নিচে নামেনি।

এর মধ্যে ৭ এপ্রিল ৭ হাজার ৬২৬ জন রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, যা এই পর্যন্ত এক দিনে সর্বাধিক শনাক্ত।

আরও পড়ুন: দেশে শনাক্ত করোনা রোগী ৭ লাখ ছাড়াল

রোগীর সংখ্যার হিসাবে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ৩৩তম। বাংলাদেশের মতো ভারতেও রোগীর সংখ্যা বাড়ছে দ্রুত। দেশটি ব্রাজিলকে হটিয়ে এখন সংক্রমণের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে।

আরও পড়ুন: রাজধানীর ১০ করোনা হাসপাতালে আইসিইউ বেড ফাঁকা ৫টি

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/41816
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ