Printed on Tue Jun 28 2022 5:24:34 AM

২৫ বছরের ছোট নায়িকার সঙ্গে সালমানের রোমান্স!

অনলাইন ডেস্ক
বিনোদন
রোমান্স
রোমান্স
বলিউডে ঈদের সিনেমা মানেই সুপারস্টার সালমান খান। সালমানের সিনেমা ছাড়া ঈদ যেন জমেই না। তাই বহু আগে থেকে শুরু হয় জোর প্রস্তুতি।

বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে ‘ভাইজান’ সিনেমার শুট। এর আগে সিনেমাটির নাম দেওয়া হয়েছিল ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফরহাদ সামজি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

‘ভাইজান’ সিনেমায় সুপারস্টার সালমান খানের সঙ্গে রোমান্স করবেন ৩১ বছর বয়সি দক্ষিণ ভারতীয় অভিনেত্রী পূজা হেজ। অবশ্য পূজা এখন বলিউডে নিয়মিত।

এই প্রথম সালমানের নায়িকা হতে চলেছেন পূজা। এর আগে দিশা পাটানির মতো তরুণ অভিনেত্রীর সঙ্গে রোমান্স করতে দেখা গেছে দাবাং খানকে, এবার পূজার পালা। সালমানের বয়স ৫৬ আর পূজার বয়স ৩১। সেই হিসাবে পূজা সালমানের ২৫ বছরের ছোট।

সালমান খান ও পূজা হেজ ছাড়াও সিনেমাটিতে দুই ভাই জহির ইকবাল ও অসীম রিয়াজকে দেখা যাবে। আগামী বছরের ঈদে এই অ্যাকশন ড্রামা মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/66129
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ