Printed on Mon May 17 2021 7:38:14 PM

৩ দিনে আরও বাড়বে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
৩ দিনে আরও বাড়বে তাপমাত্রা
৩ দিনে আরও বাড়বে তাপমাত্রা
চৈত্র মাসের শুরুতে কয়েক দিন ধরেই বাড়ছে তাপমাত্রা। এ মৌসুমের সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ মার্চ বৃহস্পতিবার। যশোরে এ তাপমাত্রা রেকর্ড হয়েছে।

এছাড়া অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা উঠে এসেছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। আজও তাপমাত্রা বাড়ার পূর্বাভাসে আছে। সেই সঙ্গে আগামী তিন দিনও এই তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকছে। ফলে এখন অসহনীয় গরমের মুখে পড়ছে দেশবাসী।

১৯ মার্চ শুক্রবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তার পরের তিন দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/39068
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ