Printed on Tue Apr 20 2021 11:28:35 AM

বঙ্গবন্ধু সেতুর দুই পাড়ে ৪০ কিলোমিটার যানজট

টাঙ্গাইল প্রতি‌নিধি
সারাদেশ
৪০ কিলোমিটার
৪০ কিলোমিটার
ঘন কুয়াশা আর বঙ্গবন্ধু সেতুতে দফায় দফায় টোল আদায় বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

কুয়াশা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত নয়টার পর থেকে বঙ্গবন্ধু সেতুতে কয়েক দফা টোল আদায় বন্ধ করে দেয়া হয়। এতে সেতুর ওপর যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। মাঝে মাঝে কিছু সময়ের জন্য টোল আদায়ের পর কিছু গাড়ি ছেড়ে দেয়া হয়। কুয়াশা অব্যাহত থাকায় সীমিত আকারে গাড়ি ছাড়া হচ্ছে।

বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোলার মো. নজরুল ইসলাম জানান, কুয়াশার ঘনত্ব ৪০ শতাংশেরও নিচে নেমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে টোল প্লাজা বন্ধ রেখে সেতুর ওপর যান চলাচল বন্ধ করা হয়েছিল। এখনো কুয়াশা রয়েছে। তাই দুটি লেনে সীমিত আকারে গাড়ি ছাড়া হচ্ছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, সন্ধ্যার পর থেকেই কুয়াশা বেড়ে চলেছে। রাত ৯টার পর এর তীব্রতা আরও বাড়তে থাকে। সাড়ে ৯টার দিকে সেতু কর্তৃপক্ষ যান চলাচল বন্ধ করে দেয়।

তিনি আরও জানান, মাঝে মাঝে টোল প্লাজা কিছু সময়ের জন্য খুলে দেয়া হলেও বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে শত শত যানবাহন। মহাসড়কে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল পুলিশ দায়িত্ব পালন করছে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/32906
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ