Printed on Sun Sep 19 2021 11:07:26 PM

৪ বারের মুখ্যমন্ত্রী দিলেন ১০ম শ্রেণির পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
বিশ্ব
ওম প্রকাশ
ওম প্রকাশ
ভারতের হরিয়ানা রাজ্যের চার বারের সাবেক মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতলা (৮৬)। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের (আইএনএলডি) প্রেসিডেন্টও। হরিয়ানার এই পোড় খাওয়া রাজনীতিবিদ ভোটে পাস করে বারবার মুখ্যমন্ত্রী হলেও এসএসসি পাস করা হয়নি তার।

১৮ আগস্ট বুধবার বয়সের বাধা উপেক্ষা করে ৮৬ বছর বয়সে দশম শ্রেণির ইংরেজি পরীক্ষায় অংশ নিলেন। এ নিয়ে ভারতীয় মিডিয়ায় রিপোর্ট প্রকাশ হয়েছে।

এনডিটিভি অনলাইন লিখেছে, এ বছরের শুরুর দিকে তিনি হরিয়ানা ওপেন বোর্ডের অধীনে দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছিলেন ওম প্রকাশ। তাহলে কেন এক বছর পর দশম শ্রেণির ইংরেজি পরীক্ষা? এমন প্রশ্ন সবার মনেই জাগতে পারে। দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা করা হয় গত ৫ই আগস্ট। তবে ওম প্রকাশের ফল স্থগিত করে রাখা হয়। কারণ, তিনি এখনও দশম শ্রেণির বাধ্যতামূলক ইংরেজি পরীক্ষা দেননি। দ্বাদশ শ্রেণির ফল পেতে তাকে দশম শ্রেণির ইংরেজি পরীক্ষা দিতে হবে। এ জন্যই বুধবার তিনি দশম শ্রেণির পরীক্ষা দিতে বসেন।

সাবেক এই মুখ্যমন্ত্রী ২০১৭ সালে ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুল থেকে দশম শ্রেণির পরীক্ষায় পাস করেন। শিক্ষক নিয়োগ দেয়ার এক দুর্নীতিতে জড়িত থাকার কারণে ভারতের সুপ্রিম কোর্ট তাকে জেলে পাঠিয়েছিল।

সেই সময় জেলে অবস্থান করেই তিনি ওই পরীক্ষা দেন। তখন তার ছেলে অভয় চৌতলা সাংবাদিকদের সামনে ঘোষণা দেন যে, তার পিতা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অংশ নিয়েছেন এবং ফার্স্ট ডিভিশনে পাস করেছেন। ওই প্রতিষ্ঠান পরে ব্যাখ্যা করে যে, এটা ছিল দশম শ্রেণির পরীক্ষা। দ্বাদশ শ্রেণির পরীক্ষা নয়।

সর্বশেষ এই পরীক্ষার জন্য ওম প্রকাশ দিল্লির তিহার জেলে অবস্থান করে পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন। ২০১৩ সাল থেকে তিনি ওই জেলে ১০ বছরের সাজা ভোগ করছিলেন। তাকে, তার ছেলে অজয় চৌতলা ও অন্য ৫৩ জনকে গত মাসে সাজা শেষ হওয়ার আগেই বিশেষভাবে শাস্তি মওকুব করা হয়।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/51620
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ